Hockey: মাঠে ফিরে কোরিয়ার কাছে আটকে গেলেন মনপ্রীতরা
কাল ভারতের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। ১৭ ডিসেম্বর প্রতিপক্ষ পাকিস্তান। ১৯ ডিসেম্বর এশিয়ান গেমসে সোনাজয়ী জাপানের বিরুদ্ধে খেলবেন মনপ্রীতরা। প্রথম ম্যাচে ড্র করে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করলেও ভারত ঘুরে দাঁড়াতে মরিয়া।
ঢাকা: অলিম্পিকের তিন মাস পর মাঠে ফেরা খুব একটা সুখকর হল না মনপ্রীত সিংদের (Manpreet Singh) কাছে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির (Asian Champions Trophy) প্রথম ম্যাচে এগিয়ে গিয়েও দক্ষিণ কোরিয়ার (South Korea) কাছে ২-২ আটকে গেল ভারত (India)। শেষ দুটো কোয়ার্টারে ডিফেন্সিভ ভুলের খেসারতই দিতে হল গ্রাহাম রিডের টিমকে।
Moments from our first #HeroACT2021 encounter in pictures. ?#IndiaKaGame pic.twitter.com/TMUZSBpnn2
— Hockey India (@TheHockeyIndia) December 14, 2021
টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ সাম্প্রতিককালে ভারতীয় হকির (Indian Hockey) সেরা সাফল্য। রিড গত দু’বছর ধরে টানা প্রস্তুতির মধ্যে দিয়ে সাফল্য দিয়েছেন ভারতকে। ২০২৪ সালের প্যারিস অলিম্পিককে লক্ষ্য করে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই যাত্রা শুরু করেছেন মনপ্রীতরা। আর তারই প্রথম ম্যাচে ড্র হল। ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল টিম। ৪ মিনিটের মাথায় ললিত উপাধ্যায়ের গোলে ১-০ এগিয়ে যায় হকি ইন্ডিয়া। দ্বিতীয় কোয়ার্টারের ১৮ মিনিটে হরমনপ্রীত সিংয়ের পেনাল্টি কর্নার থেকে ২-০ ভারতের। এর পরই দুরন্ত প্রত্যাবর্তন দক্ষিণ কোরিয়ার। ৪১ মিনিটে জংহিউন জং ১-২ করেন। ৪৬ মিনিটে আবার সাংহিউন কিমের গোলে ২-২।
দুই টিমের মুখোমুখি লড়াইয়ে এর আগের বারও ড্র হয়েছিল। তীব্র গতি, পাল্টা আক্রমণে বিপক্ষকে দিশেহারা করে দেয় কোরিয়ানরা। ভারত যে স্টাইল সম্পর্কে ওয়াকিবহাল। তাও কেন শেষ দিকে গোল হমজ করল ভারত? দুটো কারণ। কোরিয়ানদের আগ্রাসনের সামনে ভারতীয় ডিফেন্স কিছুটা চাপে ছিল শেষ দুটো কোয়ার্টারে। সেই সঙ্গে বেশ কিছু সহজ সুযোগ মিস করেছে ভারতীয় হকি প্লেয়াররা। বিশেষ করে পেনাল্টি কর্নার মিস করার খেসারত দিতে হয়েছে।
An intense game of Hockey, but it ends all square at Dhaka.
?? 2:2 ??#IndiaKaGame #HeroACT2021 pic.twitter.com/KoWf8lkkvc
— Hockey India (@TheHockeyIndia) December 14, 2021
কাল ভারতের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। ১৭ ডিসেম্বর প্রতিপক্ষ পাকিস্তান। ১৯ ডিসেম্বর এশিয়ান গেমসে সোনাজয়ী জাপানের বিরুদ্ধে খেলবেন মনপ্রীতরা। প্রথম ম্যাচে ড্র করে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করলেও ভারত ঘুরে দাঁড়াতে মরিয়া।
আরও পড়ুন : PV Sindhu: জয় দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু সিন্ধু-লক্ষ্যর