করোনা আক্রান্ত রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিয়ো রামোস

এই নিয়ে রিয়াল শিবিরে দুই ফুটবলার করোনা আক্রান্ত হলেন।

করোনা আক্রান্ত রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিয়ো রামোস
করোনা আক্রান্ত রিয়াল মাদ্রিদ অধিনায়ক সর্গিও রামোস
Follow Us:
| Updated on: Apr 13, 2021 | 5:29 PM

করোনার (COVID-19) দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। এ বার করোনা আক্রান্ত হলেন রিয়াল মাদ্রিদের (Real Madrid) তারকা ফুটবলার সার্জিয়ো রামোস (Sergio Ramos)। মঙ্গলবার রিয়াল মাদ্রিদের অফিশিয়াল টুইটার থেকে এই খবর জানানো হয়েছে। টিমের সদস্যদের থেকে আলাদা রয়েছেন তিনি। আপাতত আইসোলেশনেই রয়েছেন রামোস।

এই নিয়ে রিয়াল শিবিরে দুই ফুটবলার করোনা আক্রান্ত হলেন। গত মঙ্গলবার রিয়ালের ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানের করোনা আক্রান্তের খবর প্রকাশ্যে আসে। সতীর্থদের থেকে আলাদা রয়েছেন তিনিও।

আরও পড়ুন: চোট থেকে ফিরেই মাসের সেরা ভুবি

চোটের কারণে এমনিতেই রিয়াল ক্যাপ্টেন চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিরুদ্ধে খেলছিলেন না। তার মধ্যেই হঠাৎ করোনা সংক্রমণের খবর। ৩৫ বছর বয়সী রিয়াল ডিফেন্ডারের জন্য মোটেই ভালো যাচ্ছে না সময়টা। কিছুদিন আগেই ফেব্রুয়ারি মাসে হাঁটুর অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। মার্চের মাঝামাঝি আবার চোট পান। এই চোটের কারণে বারবার বিভিন্ন ম্যাচে খেলার সুযোগ হারাচ্ছেন। তার মধ্যে আবার করোনা কাঁটা। তাঁর ভক্তরা রামোসের দ্রুত সুস্থতার জন্য আরোগ্য কামনা বার্তা পাঠিয়েছে।