জয় কাকে বলে, ভুলেই গিয়েছেন সুনীল
শেষ ৮টা ম্যাচে জয় পায়নি বেঙ্গালুরু এফ সি
গোয়া: বেঙ্গালুরু এফসির পারফরম্যান্সে হতাশ সুনীল ছেত্রী। জয়ের অনুভূতি ভুলেই গেছেন ভারত অধিনায়ক। শেষ আটটা ম্যাচে জয় পায়নি কর্পোরেট দলটি। বৃহস্পতিবার রাতে হায়দরাবাদের বিরুদ্ধে ৮৫ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থাকার পরও পয়েন্ট নষ্ট করতে হয়েছে সুনীলদের। বলা ভাল, ভারতীয় ফুটবলে আর্বিভাবের পর এটাই সবচেয়ে খারাপ মরসুম বেঙ্গালুরু এফসির। দলের খারাপ ফল যে ভারত অধিনায়ককেও প্রভাবিত করেছে তা তাঁর কথাতেই পরিষ্কার।
সুনীল ছেত্রী উঠে যাওয়ার পরই ২ গোল হজম করতে হয় বেঙ্গালুরুকে। খেলার শেষে হতাশ সুনীল বলেছেন, ‘আটটা ম্যাচে আমরা জয় পাইনি। ফুটবলে জয় যেমন একটা অভ্যাস, তেমনই ড্র করা বা হারাও একটা অভ্যাসের মতো। আমরা এখন তার মধ্যে দিয়েই যাচ্ছি। কিছুই ঠিক হচ্ছে না। জেতার অনুভূতি কেমন সেটাই যেন ভুলে গেছি।’
হায়দরাবাদের বিরুদ্ধে গোল পেলেও, চলতি মরসুমে সুনীলের পারফরম্যান্সও একেবারেই আহামরি নয়। ১৪ ম্যাচে ভারত অধিনায়কের নামের পাশে মাত্র ৫ গোল। যা একেবারেই সুনীলোচিত নয়। বিশেষজ্ঞরাও বলছেন যে সুনীল এখন অস্তমিত সূর্য। তারকা স্ট্রাইকারের পারফরম্যান্সও সেই কথাই প্রমাণ করে। বেঙ্গালুরুও ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে ৭ নম্বরে রয়েছে। প্লে অফের আশা প্রতিদিনই কমছে। কোচ পরিবর্তন করেও হাল ফিরছে না।
আরও পড়ুন:পাঞ্জাবি ট্যাক্সি ড্রাইভারের ছেলে তনবীর অস্ট্রেলিয়া টিমে
চলতি মরসুমের শেষেই বেঙ্গালুরুর সঙ্গে চুক্তি শেষ হচ্ছে সুনীল ছেত্রীর। বর্তমান পরস্থিতিতে নতুন মরসুমে ভারত অধিনায়ক দল পরিবর্তন করলেও অবাক হওয়ার থাকবে না।