WTC Final 2021: ৩ পেসার, ২ স্পিনার, ফাইনলে অভিজ্ঞ বোলিং কম্বিনেশনেই আস্থা ভারতের

এক নজরে দেখে নিন WTC ফাইনালে ভারতের প্রথম একাদশ...

WTC Final 2021: ৩ পেসার, ২ স্পিনার, ফাইনলে অভিজ্ঞ বোলিং কম্বিনেশনেই আস্থা ভারতের
WTC Final 2021: টেস্ট ফাইনালের একাদশ ঘোষণা ভারতের
Follow Us:
| Updated on: Jun 17, 2021 | 7:52 PM

সাউদাম্পটন: গত কয়েক দিন ধরে একটাই আলোচনা চলছিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বোলিং কম্বিনেশন কী হবে ভারতের? চার পেসার, এক স্পিনার? সে ক্ষেত্রে কি মহম্মদ সিরাজকে খেলানো হবে চতুর্থ পেসার হিসেবে? খেলবেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজার মধ্যে যে কোনও একজন স্পিনার?

সব প্রশ্নের উত্তর মিলে গেল। কোনও পরীক্ষার পথে হাঁটল না ভারতীয় টিম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য তিন পেসার, দুই স্পিনারেই আস্থা রাখল টিম ম্যানেজমেন্ট। এবং সেখানেও কোনও চমক নেই। মহম্মদ সামি, জশপ্রীত বুমরা, ইশান্ত শর্মাদের মতো তিন অভিজ্ঞ স্পিনারকে নিয়েই ফাইনাল খেলতে নামছে ভারত। দুই স্পিনার হিসেবে থাকছেন অশ্বিন ও জাডেজা। যার অর্থ হল, বোলিং বৈচিত্রের পাশাপাশি ব্যাটিং গভীরতাও বাড়ল বিরাটদের টিমের।

এই বোলিং কম্বিনেশনের পিছনে একটা যুক্তি থাকছে। সাউদাম্পটনের পিচ এক দিকে যেমন সবুজ পিচ থাকছে, তেমনই গতি ও বাউন্স থাকবে। সেই সঙ্গে সুইংও পাবেন বোলাররা। তাই ইংল্যান্ডের মাঠে অভিজ্ঞতা আছে, এমন পেসারদের উপরই আস্থা রাখা হয়েছে। দুই স্পিনার অশ্বিন ও জাডেজাও ইংল্যান্ডের পিচে বেশ সফল। যে কথা মাথায় রাখল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

এক অর্থে ভারতের ফাইনালের টিমে কোনও চমক নেই। ওপেনার হিসেবে রোহিত শর্মা ও শুভমন গিল। তিন থেকে ছয়ে চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে ও ঋষভ পন্থ। সাত ও আটে অশ্বিন ও জাডেজা। তার পর তিন পেসার। গত দু’বছর ধরে টেস্ট ক্রিকেটে অত্যন্ত ধারাবাহিক ভারতীয় টিম। অস্ট্রেলিয়া সফরে ও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে অবিশ্বাস্য পারফর্ম করেছেন বিরাটরা। দুটো সিরিজেই পিছিয়ে থেকে লড়াইয়ে ফিরেছিল টিম। সেখান থেকে সিরিজও জিতে নেয়।

বিরাট কোহলির এই ভারতকে কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞরা এগিয়েই রাখছেন। ধারাবাহিক ভাবে দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি টিমে প্রতিভার ছড়াছড়ি। বিরাট, পূজারা, রাহানে, পন্থরা যে কোনও মুহূর্তে পাল্টে দিতে পারেন ম্যাচের রঙ।

ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, জশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা এবং মহম্মদ সামি।