টোকিওঃ অপেক্ষার ১৩ বছর। একযুগেরও বেশি সময় পর অলিম্পিকে এল সোনা। প্রথমবার শ্যুটিংয়ের হাত ধরে। এবার দিল জ্যাভলিন। আর নীরজকে দেখে উচ্ছ্বসিত অভিনব বিন্দ্রা। ভিডিও বার্তায় জানালেন শুভেচ্ছা। সোনাজয়ীর দলে এতদিন একা ছিলেন। এবার এলেন নীরজ। তাই উচ্ছ্বাসটা একটু বেশিই।
ভিডিওবার্তায় নীরজকে অভিনব বিন্দ্রা জানান, “তোমার ইতিহাস আমার কাছে অত্যন্ত আবেগপ্রণ একটা মুহুর্ত। গোটা বিশ্বই তোমার খেলার মাঠ। এগিয়ে চলো।”
প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি। শুভেচ্ছাবার্তার বন্যা। তবে অভিনব বিন্দ্রার শুভেচ্ছাটা বোধ হয় একটু স্পেশ্যাল।
অলিম্পিকের আরও খবর পড়তে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০