AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

21 হাজারের Vivo T2x 5G ফোন মিলছে 2300 টাকায়, অফার লুফে নিচ্ছে নেটিজ়েনরা

Vivo T2x 5G Offers: ফোনটিতে 8GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হচ্ছে। এছাড়াও এতে 6.58 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে দেওয়া হচ্ছে। এতে ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে, যার প্রাথমিক ক্যামেরা 50MP-এর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

21 হাজারের Vivo T2x 5G ফোন মিলছে 2300 টাকায়, অফার লুফে নিচ্ছে নেটিজ়েনরা
| Updated on: Jan 13, 2024 | 7:45 PM
Share

অনলাইনে দেদার ছাড় পাওয়ার জন্য সত্যিই নির্দিষ্ট কোনও উৎসবের প্রয়োজন হয় না। সারা বছরই কোনও না কোনও জিনিসের উপর ছাড় দেওয়া হয়। ফলে অনেক দামি জিনিসও কমে কিনে ফেলা যায়। সেই তালিকাতে সব সময়ই থাকে জনপ্রিয় কিছু স্মার্টফোন। তাই আপনি যদি স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই সুযোগ হাতছাড়া না করাই ভাল। Vivo T2x 5G-তে আপনি বিরাট ছাড় পেয়ে যাবেন।

এতে কী কী অফার আছে?

আপনি Flipkart থেকে Vivo T2x 5G (128GB + 8GB RAM) অর্ডার করতে পারেন। এই ফোনটি যখন প্রথম বাজারে এসেছিল, তখন এর দাম ছিল 20,999 টাকা এবং আপনি 28% ছাড়ের পরে এটি 14,999 টাকায় কিনে নিতে পারবেন। এছাড়া এর উপর অনেক ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে। আর সেই সব ব্যাঙ্ক অফারের পরে ফোনটির দাম আরও কিছুটা কমে যাবে। এক্সচেঞ্জ অফারের আওতায় আপনি সবচেয়ে বেশি ছাড় পাবেন।

আপনার কাছে যদি পুরনো স্মার্টফোন থাকে, তবে তা Flipkart-এ ফেরত দিতে পারেন। আপনি বিনিময়ে 11,700 টাকা ছাড় পাবেন। কিন্তু এত বেশি টাকা ছাড় পেতে হলে আপনার পুরনো স্মার্টফোনের অবস্থা ভাল হতে হবে। তাছাড়াও সেটা নির্ভর করবে পুরনো ফোনের মডেলের ওপর। আর এই সব কিছুর পরে 20,999 টাকার ফোনটি আপনি অনায়াসে 2300 টাকায় কিনে ফেলতে পারবেন। কেনার আগে ফিচার ও স্পেসিফিকেশনের দিকে একবার নজর রাখুন।

ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন:

ফোনটিতে 8GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হচ্ছে। এছাড়াও এতে 6.58 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে দেওয়া হচ্ছে। এতে ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে, যার প্রাথমিক ক্যামেরা 50MP-এর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর। ফোনে 5000 mAh ব্যাটারির কারণে ব্যাকআপও ভাল। তবে যে কোনও ফোন কেনার আগে সমস্ত ওয়েবসাইট ভাল করে দেখে নিয়ে তবেই কিনবেন। আর কাস্টোমার রিভিউ দেখেই কেনা উচিত। এতে ভাল খাবার সমস্তটাই বুঝে নিতে পারবেন।