AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jio দিচ্ছে 1000GB ডেটা আর 12 OTT চ্যানেল, ইনস্টল করতে লাগবে না এক পয়সাও

Jio AirFiber Offers: Jio AirFiber একটি ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা, যাতে দ্রুত গতির ইন্টারনেট পাওয়া যায়। আপনি যদি এই পরিষেবাটি নিতে চান, তবে একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। ভাবছেন তো কী? আপনি এটি কোনও খরচ ছাড়াই এটি ইনস্টল করে নিতে পারবেন।

Jio দিচ্ছে 1000GB ডেটা আর 12 OTT চ্যানেল, ইনস্টল করতে লাগবে না এক পয়সাও
| Updated on: Jan 23, 2024 | 2:05 PM
Share

Jio AirFiber দেশে আসার পর থেকেই এর জনপ্রিয়তা তুঙ্গে। বর্তমানে দেশের প্রায় 4000 গ্রামে সম্প্রসারিত হয়েছে। এটি একটি ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা, যাতে দ্রুত গতির ইন্টারনেট পাওয়া যায়। আপনি যদি এই পরিষেবাটি নিতে চান, তবে একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। ভাবছেন তো কী? আপনি এটি কোনও খরচ ছাড়াই এটি ইনস্টল করে নিতে পারবেন। সেই সঙ্গে প্রচুর অফারও পাওয়া যাবে। আর 13টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন। দেখে নেওয়া যাক কী কী প্ল্যান রয়েছে, আর তাতে কোন কোন সুবিধা পাবেন?

Jio AirFiber-এর 599 টাকার প্ল্যান:

Jio AirFiber প্ল্যানের মেয়াদ 30 দিন। এই প্ল্যানে 1000GB ডেটা দেওয়া হচ্ছে। এছাড়াও 30mbps গতি পেয়ে যাবেন। ডেটার সীমা শেষ হয়ে যাওয়ার পর গতি কমে যায় 64kbps-এ। এই প্ল্যানটিতে আপনি 550 টিরও বেশি টিভি চ্যানেল পেয়ে যাবেন। এছাড়াও, 13টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যায়। আর তার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 599 টাকা।

Jio AirFiber-এর 899 টাকার প্ল্যান:

এই প্ল্যানের বৈধতা 30 দিন। এই প্ল্যানে আপনাকে সর্বোচ্চ 1000 জিবি ডেটা দেওয়া হচ্ছে। এছাড়াও, 100mbps গতি দেওয়া হয়। এই প্ল্যানটি 550 টিরও বেশি চ্যানেল এবং 13টি বিনামূল্যের OTT অ্যাপ সাবস্ক্রিপশন পাওয়া যায়। তার জন্য লাগবে মাত্র 899 টাকা।

Jio AirFiber-এর 1199 টাকার প্ল্যান:

এই প্ল্যানের দাম বেশি হলেও সুবিধা অনেক পাওয়া যায়। এই প্ল্যানে 30 দিনের বৈধতা দেওয়া হয়। এতে সর্বোচ্চ 1000 GB ডেটা এবং 100mbps গতি দেওয়া হচ্ছে। এই প্ল্যানটিতে আপনি 550 টিরও বেশি চ্যানেল এবং 15টি বিনামূল্যের OTT অ্যাপ সাবস্ক্রিপশন পাবেন। এতে এক বছরের জন্য অ্যামাজন প্রাইম ভিডিয়োর সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে।

কোন OTT অ্যাপগুলির সাবস্ক্রিপশন পাবেন?

  • Sony Liv (সনি লিভ)
  • Disney+ Hotstar (ডিজ়নি + হটস্টার)
  • Amazon Prime (অ্যামাজন প্রাইম)
  • Netflix Basic (নেটফ্লিস বেসিক)
  • Lionsgate Play (লাওয়নসগেট প্লে)
  • Zee5 (জ়ি 5)
  • Discovery+ (ডিসকভারি+)
  • Hoichoi (হইচই)
  • Sun NXT (সান এনএক্সটি)
  • ShemarooMe
  • DocuBay
  • ALTBalaji
  • Eros Now
  • EPIC on
  • JioCinema