বাম্পার অফার Lava-র এই 5G স্মার্টফোনে, 500 টাকায় ঘরে নিয়ে যান…

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 11, 2023 | 10:49 AM

Lava Blaze 5G Price: আপনি যদি একটি নতুন 5G স্মার্টফোন কেনার পরিকল্পনা করেন, তবে আপনি এমন একটি ডিসকাউন্টের খোঁজ পেতে চলেছেন, যা আপনি হাতছাড়া করতে চাইবেন না। আপনি মাত্র 500 টাকায় একটি 5G স্মার্টফোন কিনতে পারবেন।

1 / 8
আপনি কি অনেকদিন ধরে একটি নতুন স্মার্ট ফোন কেনার প্ল্য়ান করছেন? কিন্তু বুঝেই উঠতে পারছেন না কম দামে কোন ফোনটি দুর্দান্ত সব ফিচার অফার করে। বাজারে কম দাম থেকে শুরু করে অনেক বেশি দামেরও ফোন রয়েছে। তবে বর্তমানে অনেক 5G স্মার্টফোনের উপরে বিভিন্ন ডিসকাউন্ট দেওয়া হয়।

আপনি কি অনেকদিন ধরে একটি নতুন স্মার্ট ফোন কেনার প্ল্য়ান করছেন? কিন্তু বুঝেই উঠতে পারছেন না কম দামে কোন ফোনটি দুর্দান্ত সব ফিচার অফার করে। বাজারে কম দাম থেকে শুরু করে অনেক বেশি দামেরও ফোন রয়েছে। তবে বর্তমানে অনেক 5G স্মার্টফোনের উপরে বিভিন্ন ডিসকাউন্ট দেওয়া হয়।

2 / 8
আপনি যদি একটি নতুন 5G স্মার্টফোন কেনার পরিকল্পনা করেন, তবে আপনি এমন একটি ডিসকাউন্টের খোঁজ পেতে চলেছেন, যা আপনি হাতছাড়া করতে চাইবেন না। আপনি মাত্র 500 টাকায় একটি 5G স্মার্টফোন কিনতে পারবেন।

আপনি যদি একটি নতুন 5G স্মার্টফোন কেনার পরিকল্পনা করেন, তবে আপনি এমন একটি ডিসকাউন্টের খোঁজ পেতে চলেছেন, যা আপনি হাতছাড়া করতে চাইবেন না। আপনি মাত্র 500 টাকায় একটি 5G স্মার্টফোন কিনতে পারবেন।

3 / 8
ট্রিপল ক্যামেরা সহ লাভা ব্লেজ 5জি-এ একটি দুর্দান্ত অফার দেওয়া হচ্ছে। অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-এ Lava Blaze 5G স্মার্টফোনটি অনেক কমে বিক্রি করা হচ্ছে। তবে চলুন আর দেরি না করে ফোনটিতে দেওয়া সমস্ত অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

ট্রিপল ক্যামেরা সহ লাভা ব্লেজ 5জি-এ একটি দুর্দান্ত অফার দেওয়া হচ্ছে। অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-এ Lava Blaze 5G স্মার্টফোনটি অনেক কমে বিক্রি করা হচ্ছে। তবে চলুন আর দেরি না করে ফোনটিতে দেওয়া সমস্ত অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

4 / 8
Lava Blaze 5G-এর দাম সম্পর্কে বললে, ফোনটির দাম 14,999 টাকা। তবে আপনি যদি অনলাইনে কেনাকাটা করেন, আপনি লাভার 4 জিবি RAM এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ফোনটি 27 শতাংশ ছাড়ে কিনতে পারবেন।

Lava Blaze 5G-এর দাম সম্পর্কে বললে, ফোনটির দাম 14,999 টাকা। তবে আপনি যদি অনলাইনে কেনাকাটা করেন, আপনি লাভার 4 জিবি RAM এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ফোনটি 27 শতাংশ ছাড়ে কিনতে পারবেন।

5 / 8
অর্থাৎ, আপনি ছাড়ের পরে 10,999 টাকায় Amazon-এ এই ফোনটি কেনার সুযোগ পাচ্ছেন। কিন্তু এরপরে আপনার মনে প্রশ্ন আসতে পারে এই ফোনটি আপনি 500 টাকায় কীভাবে কিনবেন? আসলে অ্যামাজন তার গ্রাহকদের এক্সচেঞ্জ অফারে 10,499 টাকা ছাড় দিচ্ছে।

অর্থাৎ, আপনি ছাড়ের পরে 10,999 টাকায় Amazon-এ এই ফোনটি কেনার সুযোগ পাচ্ছেন। কিন্তু এরপরে আপনার মনে প্রশ্ন আসতে পারে এই ফোনটি আপনি 500 টাকায় কীভাবে কিনবেন? আসলে অ্যামাজন তার গ্রাহকদের এক্সচেঞ্জ অফারে 10,499 টাকা ছাড় দিচ্ছে।

6 / 8
এই দামে ফোন কিনতে হলে আপনাকে আপনার পুরনো ফোনটি কোম্পানিকে দিতে হবে। এক্সচেঞ্জ অফারে ফোনের দাম ঠিক করে কোম্পানি। এটি কম বা বেশিও হতে পারে। কারণ এক্সচেঞ্জ অফারের মূল্য আপনার পুরনো ফোনের অবস্থার উপর নির্ভর করবে। আর সবকিছুর পরে আপনি 500 টাকাতেই ফোনটি কিনতে পারবেন।

এই দামে ফোন কিনতে হলে আপনাকে আপনার পুরনো ফোনটি কোম্পানিকে দিতে হবে। এক্সচেঞ্জ অফারে ফোনের দাম ঠিক করে কোম্পানি। এটি কম বা বেশিও হতে পারে। কারণ এক্সচেঞ্জ অফারের মূল্য আপনার পুরনো ফোনের অবস্থার উপর নির্ভর করবে। আর সবকিছুর পরে আপনি 500 টাকাতেই ফোনটি কিনতে পারবেন।

7 / 8
কেনার আগে ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে সমস্ত কিছু জেনে নিন:  লাভা ব্লেজ 5জি ফোনে পাবেন একটি 6.5-ইঞ্চি HD+IPS ডিসপ্লে রয়েছে। 1600 x 720 রেজোলিউশন পাওয়া যায়। ফোনটি সবুজ ও নীল রঙে কিনতে পারবেন। এই ফোনে 4GB RAM রয়েছে, যার মধ্যে 3GB ভার্চুয়াল RAM পাওয়া যাবে। ফোনে 128GB স্টোরেজ রয়েছে যা 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

কেনার আগে ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে সমস্ত কিছু জেনে নিন: লাভা ব্লেজ 5জি ফোনে পাবেন একটি 6.5-ইঞ্চি HD+IPS ডিসপ্লে রয়েছে। 1600 x 720 রেজোলিউশন পাওয়া যায়। ফোনটি সবুজ ও নীল রঙে কিনতে পারবেন। এই ফোনে 4GB RAM রয়েছে, যার মধ্যে 3GB ভার্চুয়াল RAM পাওয়া যাবে। ফোনে 128GB স্টোরেজ রয়েছে যা 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

8 / 8
ফোনটিতে 5000mAh ব্যাটারি রয়েছে। গেমিং ও দ্রুত পারফরম্যান্সের জন্য এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসর। ফোনটিতে 50MP মেন ক্যামেরা সহ একটি ট্রিপল রেয়ার ক্যামেরা পাবেন। ফোনটি 2K ভিডিয়ো রেকর্ডিং করতে পারে। এছাড়াও ফোনে পাবেন ফেস আনলক ফিচার রয়েছে।আর এর সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাবেন।

ফোনটিতে 5000mAh ব্যাটারি রয়েছে। গেমিং ও দ্রুত পারফরম্যান্সের জন্য এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসর। ফোনটিতে 50MP মেন ক্যামেরা সহ একটি ট্রিপল রেয়ার ক্যামেরা পাবেন। ফোনটি 2K ভিডিয়ো রেকর্ডিং করতে পারে। এছাড়াও ফোনে পাবেন ফেস আনলক ফিচার রয়েছে।আর এর সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাবেন।

Next Photo Gallery
আগামী সপ্তাহেই লঞ্চ হচ্ছে Samsung Galaxy A54 আর Galaxy A34 স্মার্টফোন, দাম কত?
Call Record Announcement: যে মহিলার কণ্ঠস্বর শোনেন Call Record করার সময়, তাঁকে থামাবেন কীভাবে