Moto G62 5G এখন 5,000 টাকা সস্তা, নতুন দাম কত হল?
Moto G62 5G ফোনটির 6GB RAM ভার্সনের দাম 2,000 টাকা এবং 8GB RAM ভার্সনে 5,000 টাকা কমানো হয়েছে। ফলে, এখন এই র্যাম ভার্সন দুটি যথাক্রমে 15,999 টাকা এবং 16,999 টাকায় কিনতে পারবেন কাস্টমাররা।
Moto G62 5G Price Cut: নতুন স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করছেন? আর সেই ফোনের ব্র্যান্ড কি Motorola। তাহলে দারুণ সুযোগ এসে গিয়েছে আপনার জন্য। চড়া দামের কারণে এতদিন বোধ হয় Moto G62 5G ফোনটি কিনতে পারছিলেন না? লেনোভো-র মালিকানাধীন স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাটির এই জনপ্রিয় মডেলটি এবার এক ধাক্কায় অনেকটাই সস্তা হল। Moto G62 5G ফোনের দুটি স্টোরেজ মডেলেরই দাম কমানো হয়েছে। কত দাম কমেছে, কেন এই ফোন আপনার জন্য ভাল, সেই সব কিছুই জেনে নেওয়া যাক।
Moto G62 5G: দাম ও অফার
2022 সালের অগস্টে ভারতে Moto G62 5G লঞ্চ করা হয়েছিল। মোট দুটি RAM ভার্সন রয়েছে এই ফোনের। তাদের মধ্যে 6GB RAM ভ্যারিয়েন্টের দাম 17,999 টাকা এবং 8GB RAM ভ্যারিয়েন্টের দাম 19,999 টাকা। এখন Moto G62 5G ফোনটির 6GB RAM ভার্সনের দাম 2,000 টাকা এবং 8GB RAM ভার্সনে 5,000 টাকা কমানো হয়েছে। ফলে, এখন এই র্যাম ভার্সন দুটি যথাক্রমে 15,999 টাকা এবং 16,999 টাকায় কিনতে পারবেন কাস্টমাররা। 5G-এনাবলড এই স্মার্টফোনের মোট দুটি কালার মডেল রয়েছে- মিডনাইট গ্রে এবং ফ্রস্টেড ব্লু।
তবে এতো না হয় ফোনের দাম কমানো হয়েছে। এরপরে আবার ফোনটির উপরে একাধিক অফারও রয়েছে। এই Moto G62 5G ফোনটি যাঁরা Mobikwik থেকে ক্রয় করবেন, তাঁরা 1,000 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। এছাড়া এই ফোন যাঁরা ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয় করবেন, তাঁরাও 1,000 টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন।
Moto G62 5G: স্পেসিফিকেশন, ফিচার
পারফরম্যান্সের দিক থেকে এই Moto G62 5G ফোনটি চালিত হবে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেটের সাহায্যে। এই চিপসেট পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত RAM-এর সঙ্গে। 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজও রয়েছে ফোনটির। এছাড়াও, মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে।
Moto G62 ফোনে রয়েছে 6.55 ইঞ্চির FHD+ ডিসপ্লে, যার রেজ়োলিউশন 1080X2400 পিক্সেলস। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz এবং অ্যাসপেক্ট রেশিও 20:9। মোটোরোলা ফোনটি 5G সাপোর্ট করছে। সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম ভিত্তির কোম্পানির নিজস্ব কাস্টম স্কিন My UX।
হাইব্রিড ডুয়াল সিম রয়েছে এই স্মার্টফোনে। বায়োমেট্রিক সিকিওরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। মিড-রেঞ্জ ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 50MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনে রয়েছে একটি 2MP ম্যাক্রো শুটার এবং আর একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই Moto G62-তে রয়েছে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।
স্প্ল্যাশ রেজ়িস্ট্যান্সের জন্য ফোনটি IP52 রেটিং প্রাপ্ত। অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে, যা 20W টার্বোচার্জিং সাপোর্ট করে।