Oppo K10: ভারতে লঞ্চ হবে ওপ্পো কে১০ ফোন, থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৮০০০ সিরিজের প্রসেসর
Oppo K10 India Launch: টিপস্টার যোগেশ বরার জানিয়েছেন, ভারতে ওপ্পো কে১০ (Oppo K10) ফোনের দাম ২০ হাজার টাকার মধ্যে হতে পারে। তবে ওপ্পো (Oppo) সংস্থা এখনও তাদের আসন্ন এই স্মার্টফোনের দাম প্রসঙ্গে কিছু জানায়নি।
ওপ্পো (Oppo) সংস্থার নতুন স্মার্টফোন ওপ্পো কে১০ (Oppo K10) লঞ্চ হবে ভারতে। সম্প্রতি সংস্থার তরফে তেমনই আভাস পাওয়া গিয়েছে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টেও (Flipkart) বলা হয়েছে যে ভারতে একটি নতুন ওপ্পো ফোন লঞ্চ হতে চলেছে যা ওপ্পোর লেটেস্ট ‘কে’ সিরিজের অন্তর্ভুক্ত হবে। এই প্রথম ওপ্পো ‘কে’ সিরিজের কোনও ফোন ভারতে লঞ্চ হবে। গত বছর চিনে লঞ্চ হয়েছিল ওপ্পো কে৯ ৫জি এবং ওপ্পো কে৯ প্রো ৫জি ফোন। অনুমান তার আপগ্রেডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে ওপ্পো কে১০ সিরিজ। সম্প্রতি ওপ্পো ইন্ডিয়ার টুইটার অ্যাকাউন্টে জানানো হয়েছে যে ভারতে লঞ্চ হবে ওপ্পো কে১০। ফ্লিপকার্টে ইতিমধ্যেই এই ফোনের জন্য একটি ওয়েবপেজ তৈরি হয়েছে। অনুমান করা হচ্ছে, ১৬ মার্চ এই ফোন লঞ্চ হতে পারে ভারতে। যদিও ওপ্পো সংস্থার তরফে এখনও এই ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে ভারতে যে ওপ্পো কে১০ ফোন লঞ্চ হবে সেটা নিশ্চিত। প্রসঙ্গত উল্লেখ্য, চিনে ওপ্পো কে১০ ফোন লঞ্চ হয়েছিল মিডিয়াটেক ডিমেনসিটি ৮০০০ সিরিজের প্রসেসর নিয়ে। হয়তো এই প্রসেসর থাকতে পারে ওপ্পো কে১০ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টেও। তবে এই প্রসঙ্গে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এখনও।
Kuriosity. Kreation. Konfusion? We can’t hold our excitement for the unveiling on 16th March. Are you ready for??#LiveWithoutLimitsKnow more: https://t.co/kapOl7SMgL pic.twitter.com/N5DMGPV5QN
— OPPO India (@OPPOIndia) March 14, 2022
ভারতে ওপ্পো কে১০ ফোনের সম্ভাব্য দাম কত হতে পারে?
টিপস্টার যোগেশ বরার জানিয়েছেন, ভারতে ওপ্পো কে১০ ফোনের দাম ২০ হাজার টাকার মধ্যে হতে পারে। তবে ওপ্পো সংস্থা এখনও তাদের আসন্ন এই স্মার্টফোনের দাম প্রসঙ্গে কিছু জানায়নি।
ওপ্পো কে১০ ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন
- ওপ্পো কে১০ ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৮০০০ সিরিজের প্রসেসর থাকতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, এই সিরিজে মিডিয়াটেক ডিমেনসিটি ৮০০০ এবং ৮১০০ প্রসেসর রয়েছে। এই চিপসেটে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ৪কে ভিডিয়ো রেকর্ডিংয়ের সুবিধা থাকতে পারে। তার সঙ্গে থাকতে পারে এইচডিআর১০+ সাপোর্ট।
- ওপ্পো কে৯ ৫জি সিরিজের আপগ্রেডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে ওপ্পো কে১০। গত বছর চিনে লঞ্চ হয়েছিল এই ওপ্পো কে৯ ৫জি সিরিজ। এর মধ্যে রয়েছে ওপ্পো কে৯ ৫জি এবং ওপ্পো কে৯ প্রো ৫জি ফোন।
- ওপ্পো কে৯ ৫জি ফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৮জি প্রসেসর। আর তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। এছাড়াও এই ফোনে একটি ৪৩০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৫ ওয়ায়টের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
- অন্যদিকে ওপ্পো কে৯ প্রো ৫জি ফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এখানে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ১২০০ প্রসেসর ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। এছাড়াও রয়েছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৬০ ওয়াটের চার্জিং সাপোর্ট।
- ওপ্পো কে৯ ৫জি এবং ওপ্পো কে৯ প্রো ৫জি- এই দুই ফোনেই রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।
অনুমান ওপ্পো কে৯ ৫জি এবং ওপ্পো কে৯ প্রো ৫জি- এই দুই ফোনের তুলনায় উন্নত ও আধুনিক ফিচার থাকবে ওপ্পো কে১০ ফোনে।
আরও পড়ুন- Budget Smartphone: ভারতে নতুন বাজেট ফোন লঞ্চ করেছে আইটেল সংস্থা, দাম কত এই ফোনের?