AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

12,999 টাকার Realme C25 Y মাত্র 600 টাকায়, Flipkart-এর বাম্পার অফার

Flipkart থেকে Realme C25 Y (মেটাল গ্রে, 64GB) (4GB RAM) কিনতে পারেন মাত্র 9,000 টাকায় যেখানে এই ফোনের MRP হল 12,999 টাকা। এর পাশাপাশি অনেক ব্যাঙ্কের অফারও চলছে এতে।

12,999 টাকার Realme C25 Y মাত্র 600 টাকায়, Flipkart-এর বাম্পার অফার
| Edited By: | Updated on: Jan 24, 2023 | 1:14 PM
Share

স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে দুর্দান্ত সুযোগ রয়েছে আপনার জন্য। কারণ, Flipkart-এ দুর্দান্ত সেল শুরু হয়েছে। আর সেই সেলে আপনি একাধিক ফোন পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়ে। যে ফোনে আপনি সবথেকে বেশি পরিমাণে ছাড় পাবেন, তার নাম Realme C25Y। কত টাকা ছাড় পাবেন, এই ফোনের বিশেষত্ব কী, কী-কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, সেই সব তথ্য জেনে নেওয়া যাক।

Realme C25Y: কত দাম, কত টাকা ছাড়?

Flipkart থেকে Realme C25Y (মেটাল গ্রে, 4GB RAM + 64GB স্টোরেজ) মডেলটি কিনতে পারবেন মাত্র 9,000 টাকায়। এমনিতে মার্কেটে এই ফোনের দাম 12,999 টাকা। তবে এই ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি রয়েছে আরও একাধিক অফার। সবথেকে ভাল অফার পাবেন অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে। Flipkart Axis Bank কার্ড দিয়ে পেমেন্ট করে আপনি যদি এই ফোনটি ক্রয় করেন, তাহলে 4,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন।

তবে হ্যাঁ, এখন স্মার্টফোনের সবথেকে বড় অফার বলতে সবাই এক্সচেঞ্জ অফারের খোঁজ করেন। আপনার পুরনো স্মার্টফোনটা এক্সচেঞ্জ করে যদি নিজেকে একটা নতুন Realme C25Y  ফোনে আপগ্রেড করিয়ে নিতে চান, তাহলে পেয়ে যাবেন 8,400 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। তবে হ্যাঁ, এই এক্সচেঞ্জ অফারের পুরো অ্যামাউন্ট যদি আপনি পেতে চান, যে ফোনটা বদলাবেন তার কন্ডিশন অত্যন্ত ভাল হতে হবে।

আজই যদি এই ফোন অর্ডার করেন, দিন দুয়েকের মধ্যেই তা আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে।

Realme C25Y: বিশেষত্ব কী

বাজেট সেগমেন্টে চমৎকার কিছু ফিচার্স রয়েছে এই Realme C25Y ফোনে। সেগুলিই একনজরে দেখে নেওয়া যাক।

1) এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে।

2) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনের।

3) প্রাইমারি সেন্সর হিসেবে 50MP ক্যামেরা দেওয়া হয়েছে।

4) সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই স্মার্টফোনে রয়েছে 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

5) রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি।