Tecno Pova 5G: ভারতে লঞ্চ হতে চলেছে টেকনো পোভা ৫জি স্মার্টফোন, কবে লঞ্চ?

মনে করা হচ্ছে, নাইজিরিয়াতে লঞ্চ হওয়া টেকনো পোভা ৫জি ফোনের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের অনেকটাই মিল থাকবে।

| Edited By: Sohini chakrabarty

Feb 05, 2022 | 8:48 PM

ভারতে লঞ্চ হতে চলেছে টেকনো সংস্থার নতুন স্মার্টফোন টেকনো পোভা ৫জি (Tecno Pova 5G)। আগামী ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার এই স্মার্টফোন ভারতে লঞ্চ হবে। গত বছর ডিসেম্বর মাসে নাইজিরিয়াতে টেকনো (Tecno) সংস্থার প্রথম ৫জি ফোন হিসেবে এই ফোন লঞ্চ হয়েছিল। শোনা যাচ্ছে, এই ফোনে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও ফোনের পিছনের অংশে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস। এই ফোনে একটি ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং পরিষেবা থাকতে পারে। এছাড়াও শোনা যাচ্ছে যে ভারতের বাজারে টেকনো সংস্থা তাদের পোভা ৫জি ফোন একটি মেমোরি ফিউশন টেকনোলজি (Memory Fusion technology) সমেত লঞ্চ করতে চলেছে। এক্ষেত্রে সম্ভবত ফোনের র‍্যামের পরিমাণ ১১ জিবি পর্যন্ত ভার্চুয়ালি এক্সপ্যান্ড করার পরিকল্পনা রয়েছে টেকনো সংস্থার।

ভারতে টেকনো পোভা ৫জি ফোনের দাম কত হতে পারে?

ভারতে এই ফোন কোন স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হবে আর তার দাম কত হবে সেই সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। যদিও নাইজিরিয়াতে টেকনো পোভা ৫জি ফোন লঞ্চ হয়েছিল ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। অনুমান ভারতেও এই স্টোরেজ ভ্যারিয়েন্টেই লঞ্চ হবে টেকনো পোভা ৫জি ফোন। নাইজিরিয়াতে এই ফোনের উক্ত স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল NGN ১,২৯,০০০ (ভারতীয় মুদ্রায় প্রায় ২৩,১০০ টাকা)। হয়তো ভারতেও টেকনো পোভা ৫জি ফোনের দাম এর আশপাশেই থাকবে।

টেকনো পোভা ৫জি ফোনের স্পেসিফিকেশন

মনে করা হচ্ছে, নাইজিরিয়াতে লঞ্চ হওয়া টেকনো পোভা ৫জি ফোনের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের অনেকটাই মিল থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, নাইজিরিয়াতে লঞ্চ হওয়া টেকনো পোভা ৫জি ফোনে একটি ৬.৯৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে ছিল। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে ছিল একটি অক্টা-কোর মিডিয়াটেক Dimensity ৯০০ প্রসেসর। এর সঙ্গে যুক্ত ছিল ৮ জিবি LPDDR5 র‍্যাম। এছাড়াও টেকনো পোভা ৫জি ফোনে ছিল একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস। সেখানে ছিল ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এছাড়াও ছিল ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং এআই লেন্স। এই ফোনের সামনের ডিসপ্লেতে ছিল ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেনসর এবং ডুয়াল এলইডি ফ্ল্যাশ। এছাড়াও এই ফোনে ১২৮ জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজ এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট ছিল। টেকনো পোভা ৫জি ফোনের নাইজিরিয়ান ভ্যারিয়েন্টের এই সমস্ত ফিচারের সঙ্গেই ভারতীয় ভ্যারিয়েন্টের মিল থাকবে বলে মনে করা হচ্ছে।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

আরও পড়ুন- iQoo 9 Series ভারতে দ্রুত লঞ্চ হতে পারে এই স্মার্টফোন সিরিজ, এমনই আভাস মিলল অ্যামাজনের সাইটে

ভারতে লঞ্চ হতে চলেছে টেকনো সংস্থার নতুন স্মার্টফোন টেকনো পোভা ৫জি (Tecno Pova 5G)। আগামী ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার এই স্মার্টফোন ভারতে লঞ্চ হবে। গত বছর ডিসেম্বর মাসে নাইজিরিয়াতে টেকনো (Tecno) সংস্থার প্রথম ৫জি ফোন হিসেবে এই ফোন লঞ্চ হয়েছিল। শোনা যাচ্ছে, এই ফোনে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও ফোনের পিছনের অংশে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস। এই ফোনে একটি ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং পরিষেবা থাকতে পারে। এছাড়াও শোনা যাচ্ছে যে ভারতের বাজারে টেকনো সংস্থা তাদের পোভা ৫জি ফোন একটি মেমোরি ফিউশন টেকনোলজি (Memory Fusion technology) সমেত লঞ্চ করতে চলেছে। এক্ষেত্রে সম্ভবত ফোনের র‍্যামের পরিমাণ ১১ জিবি পর্যন্ত ভার্চুয়ালি এক্সপ্যান্ড করার পরিকল্পনা রয়েছে টেকনো সংস্থার।

ভারতে টেকনো পোভা ৫জি ফোনের দাম কত হতে পারে?

ভারতে এই ফোন কোন স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হবে আর তার দাম কত হবে সেই সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। যদিও নাইজিরিয়াতে টেকনো পোভা ৫জি ফোন লঞ্চ হয়েছিল ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। অনুমান ভারতেও এই স্টোরেজ ভ্যারিয়েন্টেই লঞ্চ হবে টেকনো পোভা ৫জি ফোন। নাইজিরিয়াতে এই ফোনের উক্ত স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল NGN ১,২৯,০০০ (ভারতীয় মুদ্রায় প্রায় ২৩,১০০ টাকা)। হয়তো ভারতেও টেকনো পোভা ৫জি ফোনের দাম এর আশপাশেই থাকবে।

টেকনো পোভা ৫জি ফোনের স্পেসিফিকেশন

মনে করা হচ্ছে, নাইজিরিয়াতে লঞ্চ হওয়া টেকনো পোভা ৫জি ফোনের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের অনেকটাই মিল থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, নাইজিরিয়াতে লঞ্চ হওয়া টেকনো পোভা ৫জি ফোনে একটি ৬.৯৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে ছিল। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে ছিল একটি অক্টা-কোর মিডিয়াটেক Dimensity ৯০০ প্রসেসর। এর সঙ্গে যুক্ত ছিল ৮ জিবি LPDDR5 র‍্যাম। এছাড়াও টেকনো পোভা ৫জি ফোনে ছিল একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস। সেখানে ছিল ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এছাড়াও ছিল ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং এআই লেন্স। এই ফোনের সামনের ডিসপ্লেতে ছিল ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেনসর এবং ডুয়াল এলইডি ফ্ল্যাশ। এছাড়াও এই ফোনে ১২৮ জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজ এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট ছিল। টেকনো পোভা ৫জি ফোনের নাইজিরিয়ান ভ্যারিয়েন্টের এই সমস্ত ফিচারের সঙ্গেই ভারতীয় ভ্যারিয়েন্টের মিল থাকবে বলে মনে করা হচ্ছে।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

আরও পড়ুন- iQoo 9 Series ভারতে দ্রুত লঞ্চ হতে পারে এই স্মার্টফোন সিরিজ, এমনই আভাস মিলল অ্যামাজনের সাইটে