iQoo 9 Series: ভারতে দ্রুত লঞ্চ হতে পারে এই স্মার্টফোন সিরিজ, এমনই আভাস মিলল অ্যামাজনের সাইটে

ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইটে আইকিউওও ৯ সিরিজের জন্য একটি ওয়েবপেজ তৈরি হয়েছে। সেখানেই বলা হয়েছে যে ভিভোর সাবব্র্যান্ড আইকিউওও সংস্থার নতুন স্মার্টফোন সিরিজ আইকিউওও ৯ ভারতে লঞ্চ হতে চলেছে।

iQoo 9 Series: ভারতে দ্রুত লঞ্চ হতে পারে এই স্মার্টফোন সিরিজ, এমনই আভাস মিলল অ্যামাজনের সাইটে
অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকেই কেনা যাবে আইকিউওও ৯ সিরিজের বিভিন্ন ফোন। Photo Credit: 91Mobiles
Follow Us:
| Edited By: | Updated on: Feb 05, 2022 | 8:44 PM

আইকিউওও ৯ সিরিজ (iQoo 9 series) লঞ্চ হতে চলেছে ভারতে। খুব তাড়াতাড়িই দেশে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হবে। সম্প্রতি ই-কমার্স সংস্থা অ্যামাজনের (Amazon) তরফে এমনটাই আভাস পাওয়া গিয়েছে। শোনা গিয়েছে, ভারতে আইকিউওও ৯ সিরিজের মোট তিনটি ফোন লঞ্চ হবে। সেগুলি হল যথাক্রমে- আইকিউওও ৯, আইকিউওও ৯ প্রো এবং আইকিউওও ৯ এসই। এই তিনটি ফোনের মধ্যে ‘প্রো’ মডেলে থাকতে পারে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ১ (Snapdragon 8 Gen 1 SoC)। গত মাসে চিনে লঞ্চ হয়েছিল আইকিউওও ৯ সিরিজ। জানা গিয়েছে, আইকিউওও ৭ সিরিজের (iQoo 7 series) সাকসেসর হিসেবে এই নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে চলেছে ভারতে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর ভারতে লঞ্চ হয়েছিল আইকিউওও ৭ সিরিজ।

ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইটে আইকিউওও ৯ সিরিজের জন্য একটি ওয়েবপেজ তৈরি হয়েছে। সেখানেই বলা হয়েছে যে ভিভোর সাবব্র্যান্ড আইকিউওও সংস্থার নতুন স্মার্টফোন সিরিজ আইকিউওও ৯ ভারতে লঞ্চ হতে চলেছে। আইকিউওও সংস্থার একটি প্রেস বিবৃতিতে বলা হয়েছে যে, এই কোম্পানির নতুন স্মার্টফোন সিরিজের বিভিন্ন ফোনগুলি অ্যামাজন থেকেই কেনা যাবে। শোনা যাচ্ছে, আইকিউওও ৯ এবং আইকিউওও ৯ প্রো— এই দুই ফোনে থাকতে পারে ১২০ ওয়াটের ফ্ল্যাশ চার্জ। বলা হচ্ছে আইকিউওও ৯ ফোনে ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ৬ মিনিটে। এছাড়াও বলা হচ্ছে, ফোন একটানা ব্যবহারের ফলে যেন গরম হয়ে না যায় তার জন্য অ্যাডভান্সড লিকুইড কুলিং সিস্টেম থাকবে এই স্মার্টফোন সিরিজের ফোনে। এর সঙ্গে শোনা গিয়েছে, চিনে লঞ্চ হওয়া আইকিউওও ৯ সিরিজের ফোনের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের ফিচার ও স্পেসিফিকেশনে পার্থক্য থাকতে পারে।

আইকিউওও ৯ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

আইকিউওও ৯ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্ট অ্যানড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হতে পারে বলে শোনা গিয়েছে। এছাড়াও বলা হচ্ছে এই ফোনে থাকতে পারে একটি ৬.৫৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এই ফোনে থাকতে পারে একটি স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসর। তার সঙ্গে যুক্ত থাকতে পারে LPDDR5 র‍্যাম এবং UFS 3.1  স্টোরেজ। এর সঙ্গে শোনা গিয়েছে যে এই ফোনে থাকতে পারে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।

আইকিউওও ৯ প্রো ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

আইকিউওও ৯ প্রো ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে একটি ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও এই ফোনে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। এই ফোনেও ট্রিপল ক্যামেরা সেনসর দেখা যেতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এই প্রো মডেলে ৪৭০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনাও রয়েছে।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

আরও পড়ুন- Infinix Zero 5G: ভারতে আসছে ইনফিনিক্স জিরো ৫জি ফোন, ফ্লিপকার্টে ঘোষণা হল লঞ্চের দিনক্ষণ