Infinix Zero 5G: ভারতে আসছে ইনফিনিক্স জিরো ৫জি ফোন, ফ্লিপকার্টে ঘোষণা হল লঞ্চের দিনক্ষণ
ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ওয়েবসাইটে ইনফিনিক্স জিরো ৫জি ফোনের জন্য একটি ওয়েবপেজ তৈরি হয়েছে। এই ওয়েবপেজের মাধ্যমেই ভারতে ইনফিনিক্স জিরো ৫জি ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে।
ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স সংস্থার নতুন ফোন ইনফিনিক্স জিরো ৫জি (Infinix Zero 5G)। আগামী ১৪ ফেব্রুয়ারি এই ফোন লঞ্চ হবে ভারতে। সম্প্রতি ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের (Flipkart) তরফে এমনটাই জানা গিয়েছে। ইনফিনিক্স (Infinix) সংস্থার প্রথম ৫জি ফোন হতে চলেছে মডেল। লঞ্চের দিনের পাশাপাশি এই ফোনের সম্ভাব্য কয়েকটি ফিচার এবং স্পেসিফিকেশন নিয়েও আলোচনা করা হয়েছে ফ্লিপকার্টে। শোনা গিয়েছে, ইনফিনিক্স জিরো ৫জি ফোনের পিছনের অংশ বা ব্যাক প্যানেলে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক Dimensity ৯০০ প্রসেসর। এর সঙ্গে এই ফোনের ডিসপ্লেতে থাকতে পারে একটি হোল-পাঞ্চ ডিসপ্লে ডিজাইন। এমনটাই জানা গিয়েছে ফ্লিপকার্ট থেকে।
ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ওয়েবসাইটে ইনফিনিক্স জিরো ৫জি ফোনের জন্য একটি ওয়েবপেজ তৈরি হয়েছে। এই ওয়েবপেজের মাধ্যমেই ভারতে ইনফিনিক্স জিরো ৫জি ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি ভারতীয় সময় দুপুর ১২টায় এই ফোন লঞ্চ হবে। প্রসঙ্গত উল্লেখ্য, গত মাসে ইনফিনিক্স ইন্ডিয়ার সিইও অনীশ কাপুর ইনফিনিক্স জিরো ৫জি ফোনের সম্ভাব্য ডিজাইন প্রকাশ্যে এনেছিলেন। ওই টিজারেই দেখা গিয়েছিল ফোনের পিছনের অংশে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকতে পারে। এর আগে ইনফিনিক্সের এই ফোন লঞ্চের যে দিন ঘোষণা হয়েছিল তার থেকে এক সপ্তাহ আগেই লঞ্চ হচ্ছে এই ফোন।
ভারতে ইনফিনিক্স জিরো ৫জি ফোনের সম্ভাব্য দাম
ভারতে ইনফিনিক্স জিরো ৫জি ফোনের সঠিক দাম এখনও জানা যায়নি। তবে সংস্থার সিইও- র ইঙ্গিত অনুসারে এই ফোনের দাম ২০ হাজার টাকার কম হতে পারে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই আভাস দিয়েছিলেন ইনফিনিক্স ইন্ডিয়ার সিইও অনীশ কাপুর।
ইনফিনিক্স জিরো ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচার
- এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে।
- ইনফিনিক্সের আসন্ন এই ফোনে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক থাকতে পারে।
- অন্তত দুটো রঙের শেডে এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে।
- ফ্লিপকার্টে এই ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে যে ওয়েবপেজ তৈরি হয়েছে সেখান থেকে জানা গিয়েছে যে, ইনফিনিক্স জিরো ৫জি ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক Dimensity ৯০০ প্রসেসর থাকতে পারে।
- অনুমান করা হচ্ছে এই ফোন XOS 10 এবং অ্যানড্রয়েড ১১- র সাহায্যে পরিচালিত হতে পারে।
- একটি ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে এই স্মার্টফোনে। তার রিফ্রেশ রেট আবার হতে পারে ১২০ হার্টজ।
- এই ফোনের প্রসেসরের সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ।
- ইনফিনিক্স জিরো ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে থাকতে পারে একটি আলট্রা ওয়াইড টেলিফটো শুটার।
- এছাড়াও এই ফোনে ৫০০০এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকারও সম্ভাবনা রয়েছে।