iPhone 11 Offers: ৩৫,০০০ টাকারও কম দামে আইফোন ১১, অ্যামাজন-ফ্লিপকার্ট দুই প্ল্যাটফর্মেই দুর্ধর্ষ অফার!
Amazon, Flipkart iPhone 11 Offers: ৩৫,০০০ টাকারও কম দামে আপনি এবারে আইফোন ১১ পেয়ে যেতে পারেন। এক্সচেঞ্জ অফারে ফ্লিপকার্টে অ্যাপল আইফোন ১১ পেয়ে যাবেন মাত্র ৩১,০৫০ টাকায় এবং অ্যামাজনে এই ফোনটি ক্রয় করতে আপনার খরচ হবে ৩৪,৯০০ টাকা।
আইফোন ১২ এবং আইফোন ১৩ লঞ্চ হওয়ার পরও কিন্তু আইফোন ১১-র (iPhone 11) জনপ্রিয়তা কমেনি। কিন্তু আইফোন-এর দাম এতটা বেশি হওয়ার কারণে সাধারণ মানুষ কেনার চিন্তাভাবনা করেও পিছিয়ে আসেন! আর তাই দেশের ই-কমার্স প্ল্যাটফর্মগুলি প্রায়শই বিভিন্ন আইফোনে আকর্ষণীয় অফার দিতে থাকে। এখন আপনি যদি আইফোন ১১ কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে দুর্দান্ত অফার নিয়ে এসেছে অ্যামাজন (Amazon) ও ফ্লিপকার্ট (Flipkart)। না, দাম কমানো হয়নি। এই দুই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে এক্সচেঞ্জ অফারে কিনতে পারেন আইফোন ১১। ৩৫,০০০ টাকারও কম দামে আপনি এবারে আইফোন ১১ পেয়ে যেতে পারেন। এক্সচেঞ্জ অফারে ফ্লিপকার্টে অ্যাপল আইফোন ১১ পেয়ে যাবেন মাত্র ৩১,০৫০ টাকায় এবং অ্যামাজনে এই ফোনটি ক্রয় করতে আপনার খরচ হবে ৩৪,৯০০ টাকা।
তবে একটা বিষয় মনে রাখতে হবে যে, আইফোন ১১-র দাম নির্ভর করবে বিভিন্ন স্টোরেজ ভ্যারিয়েন্ট ও কালার মডেলের উপরে নির্ভর করে। তার থেকেও বড় কথা হল, সেই মডেলগুলির উপলব্ধতা। এছাড়াও এক্সচেঞ্জ অফার মানে আপনাকে একটা বিষয়ে নিশ্চিত হয়ে থাকতে হবে, যে ফোনটি এক্সচেঞ্জ করবেন, তার গুণমান যেন খুবই ভাল হয়। সেই ফোনের ডিসপ্লে বা বডিতে যেন কোনও দাগ না থাকে। আর তবেই আপনি সম্পূর্ণ ছাড় পেতে পারেন।
ফ্লিপকার্ট
ফ্লিপকার্ট থেকে আইফোন ১১-র ৬৪জিবি স্টোরেজ মডেলের দাম ৪৯,৯৯৯ টাকায়। এই মডেলে কোনও প্রাইস কাট থাকছে না। সেই জায়গায় এক্সচেঞ্জ অফারে পেয়ে যাবেন একবারে ১৮,৮৫০ টাকা ছাড়। আর তাতে আইফোন ১১-র দাম হবে ৩১,০৫০ টাকা। এই এক্সচেঞ্জ অফার পেতে আপনাকে আপনার বাড়ির ঠিকানার পিনকোডটি দিতে হবে। তাহলেই বুঝতে পারবেন, আপনার জায়গায় এই এক্সচেঞ্জ অফার উপলব্ধ হবে কি না। এছাড়াও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহারকারী এই ফোন ক্রয় করলে ৫ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন।
অ্যামাজন
অ্যামাজনে আইফোন ১১-র ৬৪জিবি স্টোরেজ মডেলের দাম ৪৯,৯০০ টাকা। এই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে আবার একাধিক ব্যাঙ্কের অফারও পাওয়া যাবে। সেই সঙ্গে আবার থাকছে এক্সচেঞ্জ অফারও। পুরনো ফোনটি বদলে নিজেকে একটি নতুন আইফোন ১১ মডেলে আপগ্রেড করে নিতে চাইলে ১৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন ইউজাররা। আর তাতেই আইফোন ১১-র দাম হয়ে যাবে ৩৪,৯৯৯ টাকা।
ব্যাঙ্ক অফারে এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন ক্রয় করলে পেয়ে যাবেন ৪০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। আবার আইসিআইসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের সাহায্যে এই ফোন ক্রয় করলে মিলবে ৪০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এছাড়াও রয়েছে আরও একাধিক ব্যাঙ্কের অফার, যার সাহায্যে অ্যামাজন থেকে আইফোন ১১ কেনার খরচ আরও কমতে পারে। সেগুলিই একবার দেখে নেওয়া যাক।
১) কোটাক ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে মিলবে ৪০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। ২) আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট কার্ড ব্যবহার করে এই ফোন ক্রয় করলে ৪০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ৩) অ্যাক্সিস মাইলস অ্যান্ড মোর ক্রেডিট কার্ডের সাহায্যে ট্রান্জাকশন করলে ১০ শতাংশ বা ১০০০ টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে। ৪) এইচএসবিসি ক্যাশব্যাক কার্ডের সাহায্যে ট্রান্জাকশনে মিলতে পারে ৫ শতাংশ ছাড়।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
আরও পড়ুন: পুরনো ফোনই নতুন করে দেবে শাওমি-র নতুন অপারেটিং সিস্টেম, কোন কোন ফোনে আপডেট আসছে, জেনে নিন
আরও পড়ুন: ৩৫,৫৯৬ টাকা পর্যন্ত ছাড়ে হন্ডা সিটি, জ্যাজ়, অ্যামেজ়, পুরো ফেব্রুয়ারি মাসেই থাকছে আকর্ষণীয় এই অফার
আরও পড়ুন: ভারতে লঞ্চ হল ওপ্পো রেনো ৭ ৫জি এবং রেনো ৭ প্রো ৫জি, দাম ও ফিচার্স জেনে নিন