Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Boult Craft স্মার্টওয়াচের আগমন মাত্র 1,199 টাকায়, 1.83 ইঞ্চির LCD স্ক্রিন, এক সপ্তাহের ব্যাটারি জীবন

Boult Craft স্মার্টওয়াচটি ভারতে লঞ্চ করা হয়েছে 1,199 টাকা দামে। স্মার্টওয়াচে রয়েছে একটি 1.83 ইঞ্চির TFT LCD স্ক্রিন, যার রেজ়োলিউশন 240 × 284 পিক্সেল। এই ডিসপ্লেটি 500 নিটস ব্রাইটনেস দিতে পারে। এই স্মার্টওয়াচ আপনার ডিভাইসের সঙ্গে নিরবচ্ছিন্ন পেয়ারিং অফার করছে। রয়েছে একটি ইনবিল্ট মাইক্রোফোন এবং স্পিকার।

Boult Craft স্মার্টওয়াচের আগমন মাত্র 1,199 টাকায়, 1.83 ইঞ্চির LCD স্ক্রিন, এক সপ্তাহের ব্যাটারি জীবন
চমৎকার স্মার্টওয়াচ নিয়ে এল Boult।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 25, 2023 | 12:03 PM

Large Display Smartwatch: উৎসবের মরশুমে একের পর এক গ্যাজেটস লঞ্চ করে চলেছে Boult। কয়েক দিন আগেই ব্র্যান্ডটি Boult Y1 Pro নামক একটি TWS ইয়ারবাড লঞ্চ করেছিল। এবার সংস্থাটি নিয়ে এল একটি বড় ডিসপ্লের স্মার্টওয়াচ, যার নাম Boult Craft Smartwatch। বড় ডিসপ্লের পাশাপাশিই এই স্মার্টওয়াচের গুরুত্বপূর্ণ একটি ফিচার হল তার একাধিক স্পোর্টস মোড। কত দাম Boult Craft স্মার্টওয়াচের, কী-কী স্পেসিফিকেশন রয়েছে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নিন।

Boult Craft Smartwatch: স্পেসিফিকেশন

Boult Craft স্মার্টওয়াচে রয়েছে একটি 1.83 ইঞ্চির TFT LCD স্ক্রিন, যার রেজ়োলিউশন 240 × 284 পিক্সেল। এই ডিসপ্লেটি 500 নিটস ব্রাইটনেস দিতে পারে। 150টিরও বেশি ক্লাউড বেসড ওয়াচ ফেসের সঙ্গে ইক্যুইপ করা রয়েছে ঘড়িটি, একাধিক UI থিম সাপোর্ট করে স্মার্টওয়াচটি।

Bluetooth 5.3 সাপোর্টেড এই স্মার্টওয়াচ আপনার ডিভাইসের সঙ্গে নিরবচ্ছিন্ন পেয়ারিং অফার করছে। রয়েছে একটি ইনবিল্ট মাইক্রোফোন এবং স্পিকার। ফিটনেস ফ্রিকদের জন্য এই স্মার্টওয়াচের বিকল্প নেই। তার কারণ, 100টিরও বেশি স্পোর্টস মোড অফার করে ঘড়িটি। হেলথ্ মনিটরিং, স্লিপ ট্র্যাকিং, SpO2 পরিমাপ, ব্লাড প্রেসার মনিটরিং এবং হার্ট রেট ট্র্যাকিংয়ের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স দেওয়া হয়েছে এতে।

ফিটনেস ও হেলথ্ ফিচার্সের পাশাপাশি ঘড়িটিতে রয়েছে স্মার্ট নোটিফিকেশন, AI অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ইন্টিগ্রেশন, ড্রিঙ্ক ওয়াটার রিমাইন্ডার, ওয়েদার ডিটেল ডেলিভারি নোটিফিকেশনের মতো একাধিক জরুরি বিষয়। আপনার সবসময়ের অন্যতম সঙ্গী হওয়ার মতো সব বৈশিষ্ট্যই এই ঘড়িতে রয়েছে। সবথেকে বড় কথা হল, আপনার ফোনটিকে মুহূর্তের মধ্যে খুঁজেও বের করতে পারে এই ঘড়ি।

Boult Craft Smartwatch খুবই হাল্কা, ওজন মাত্র 36.5 গ্রাম। IP68 রেটিং প্রাপ্ত ঘড়িটি ওয়াটার-রেজ়িস্ট্যান্ট এবং ডাস্টপ্রুফ। এর ফলে আপনি যে কোনও পরিস্থিতিতে ঘড়িটি পরতে পারবেন পারিপার্শ্বিক পরিবেশের কথা না ভেবেই। এক চার্জে এক সপ্তাহ পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে এই স্মার্টওয়াচ।

Boult Craft Smartwatch: দাম ও অন্যান্য তথ্য

এই Boult Craft স্মার্টওয়াচটি ভারতে লঞ্চ করা হয়েছে 1,199 টাকা দামে। কোব্যাল্ট ব্লু, গ্রেপ পার্পল, স্মোকি হোয়াইট, টারম্যাক ব্ল্যাকের মতো একাধিক কালার মডেল রয়েছে ঘড়িটির। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে এই স্মার্টওয়াচ আপনি ক্রয় করতে পারেন।