AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Instagram Playback Feature: ২০২১ সালের সেরা ১০ স্টোরি ইউজারদের রিক্যাপ আকারে দেখাবে ইনস্টাগ্রাম

Instagram Latest Feature: ২০২১ সালে সারা বছর ধরে কী কী ছবি ও ভিডিয়ো স্টোরিজ়ে ইনস্টা ইউজাররা পোস্ট করেছেন, তা এবার প্লেব্যাক আকারে শেয়ার করার সুযোগ দেবে মেটার এই নিজস্ব প্ল্যাটফর্ম।

Instagram Playback Feature: ২০২১ সালের সেরা ১০ স্টোরি ইউজারদের রিক্যাপ আকারে দেখাবে ইনস্টাগ্রাম
ইনস্টার প্লেব্যাক ফিচার
| Edited By: | Updated on: Dec 11, 2021 | 12:51 PM
Share

ইউজারদের জন্য প্লেব্যাক ফিচার নিয়ে হাজির হল ইনস্টাগ্রাম। এই ফিচারে ২০২১ সালে সেরার সেরা স্টোরিজ়ের রিক্যাপ, ব্যবহারকারীদের সামনে তুলে ধরবে এই ইমেজ ও ভিডিয়ো শেয়ারিং প্ল্যাটফর্ম। ২০২১ সালে সারা বছর ধরে কী কী ছবি ও ভিডিয়ো স্টোরিজ়ে ইনস্টা ইউজাররা পোস্ট করেছেন, মেটার এই নিজস্ব প্ল্যাটফর্ম তাই এক সপ্তাহের জন্য দেখাবে।

ইনস্টাগ্রামের তরফ থেকে গ্রাহকদের কাছে স্টোরিজ়ের একটা সেট নিয়ে আসা হবে। আর তার পরই গ্রাহকরা নিজেদের প্লেব্যাক ভিডিয়ো শেয়ার করার আগে তা রিমুভ এবং সিলেকশনের অপশনও পেয়ে যাবেন। ইতিমধ্যেই ফিচারটি চালু হয়ে গিয়েছে এবং আগামী এক সপ্তাহে উপলব্ধ থাকবে।

ইউজারদের ইনস্টাগ্রাম ফিডে একটি বাটন দেওয়া হয়েছে ইতিমধ্যেই, যেখানে একটি ব্যানার দেখানো হচ্ছে। এই বাটনের সাহায্যেই ইউজাররা নিজেদের স্টোরিজ় আর্কাইভ থেকে স্টোরি কিউরেট করতে পারবেন। সেই পুরনো স্টোরিগুলিই ইউজারের প্রোফাইলে ২০২১ প্লেব্যাক আকারে দেখানো হবে। এই ফিচারটি লক্ষ্য করে সর্বপ্রথম রিপোর্ট তৈরি করে সংবাদমাধ্যম ম্যাশাবল।

অটোমেটিক্যালি যে সব স্টোরিজ় সিলেক্টেড হয়ে যাবে, সেগুলি ইউজাররা রিমুভও করতে পারবেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, এমন কিছু অযাচিত ছবি থেকে গেল, যেগুলি ইউজারের প্রয়োজন নেই। সেগুলই রিমুভ করে রাখা যাবে। ২০২১ সালের যে কোনও ছবির সঙ্গে তা রিপ্লেসও করা যাবে, যেগুলি ইউজারের প্লেব্যাক লিস্টে যোগ হয়ে যাবে।

স্টোরি রি-শেয়ার করার পাশাপাশি ইনস্টাগ্রামের নতুন এই প্লেব্যাক ফিচারে ছোট গ্রুপ বা ব্যবসায়ীদেরও সারা বছরের সেরা মুহূর্তে তুলে ধরা যাবে। ইউজাররাও নিজেদের সারা বছরের ইয়ার ইন রিভিউ ভিডিয়ো ক্রিয়েট করতে পারবেন, যেখানে তাঁদের সারা বছরের ইনস্টা স্টোরির রিক্যাপ দেখানো হবে। এই ফিচার স্পটিফাই-এর র‌্যাপড ফিচার দ্বারা অনুপ্রাণিত বলেই মনে করা হচ্ছে। এর সাহায্যে ব্যবহারকারীরা সারা বছরের সেরা নয়টি পোস্টের গ্রিড তৈরি করে তা স্টোরিজ়ে শেয়ার করতে পারবেন।

এর মধ্যেই আবার পুরাতন একটি ফিচার ফিরিয়ে নিয়ে আসছে ইনস্টাগ্রাম। কোম্পানির অরিজিনাল ক্রোনোলজিক্যাল ফিড যা ২০১৬ সালে তুলে নেওয়া হয়েছিল, তাই আবার ফিরে আসছে। প্রসঙ্গত, ফেসবুক, ট্যুইটারের মতোই অ্যালগোরিদমিক্যালি সর্টেড ফিড ইউজারদের অফার করে ইনস্টাগ্রাম। এবার সেই জায়গায় ইউজাররা ক্রোনোলজিক্যাল অর্ডারে পোস্ট দেখতে পারবেন। এই ফিচার এর আগেও ইনস্টাগ্রামের ঝুলিতে ছিল। কিন্তু পরবর্তীতে তা তুলে নেওয়া হয়। নিজেদের প্ল্যাটফর্মে নিশ্ছিদ্র নিরাপত্তার দিকটি নিশ্চিত করতেই এই ফিচারটি আবার নিয়ে আসছে ইনস্টাগ্রাম।

আরও পড়ুন: Google Photos Tips: ডিলিট হওয়া ছবি আবার গুগল ফটোজ়ে ফিরে পাবেন কী ভাবে? জেনে নিন

আরও পড়ুন: Apple AR Headset: অগমেন্টেড রিয়্যালিটি সাপোর্টেড হেডসেট নিয়ে আসছে অ্যাপল, একাধিক প্রসেসর, 3D সেন্সর, ১০ বছর পর আইফোনের জায়গা নেবে

আরও পড়ুন: Noise Buds Prima: নতুন TWS ইয়ারবাডস লঞ্চ করল নয়েজ়, এক বার চার্জে টানা ৪২ ঘণ্টা ব্যাকআপ, দাম মাত্র ১,৭৯৯ টাকা