Dead Alien: মৃত এলিয়েনের দেখা মিলল বলিভিয়ার ছোট্ট গ্রামে, মুহূর্তে রহস্যজনক ভাবে গায়েবও, প্রকাশ্যে ভিডিয়ো

Aliens On Earth: বলিভিয়ার একটি গ্রামের মানুষজন দাবি করেছেন, তাঁরা নর্দমায় একটি ভিনগ্রহীকে মৃত অবস্থায় দেখেছে। তারা জানাচ্ছেন, ওই প্রাণীটিকে মৃত অবস্থায় নর্দমায় দেখা গিয়েছিল। প্রমাণস্বরূপ, বেশ কয়েকটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।

Dead Alien: মৃত এলিয়েনের দেখা মিলল বলিভিয়ার ছোট্ট গ্রামে, মুহূর্তে রহস্যজনক ভাবে গায়েবও, প্রকাশ্যে ভিডিয়ো
শেষমেশ এলিয়েনরা পৃথিবীতে এসেই গেল, কিন্তু কোথায় গেল সে?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 03, 2023 | 5:00 PM

Baby Alien On Earth: বুলগেরিয়ান মনস্তাত্ত্বিক বাবা ভাঙ্গা ভবিষ্যদ্বাণী করেছিলেন, 2023 সালেই ভিনগ্রহী বা এলিয়েনরা (Aliens) পৃথিবীতে আক্রমণ করবে। এবার সেটাই মনে হচ্ছে সত্যি হতে চলেছে। অন্তত ইঙ্গিত তো তেমনই মিলেছে। হাতেনাতে তার প্রমাণও মিলেছে। বলিভিয়ার একটি গ্রামের মানুষজন দাবি করেছেন, তাঁরা নর্দমায় একটি ভিনগ্রহীকে মৃত অবস্থায় দেখেছে। বলেন কী! এলিয়েনরা তাহলে পৃথিবীতে চলে এল? হ্যাঁ, বলিভিয়ার (Bolivian Village) সেই গ্রামের মানুষজন তো তেমনই দাবি করছেন। যদিও তারা জানাচ্ছেন, ওই প্রাণীটিকে মৃত অবস্থায় নর্দমায় দেখা গিয়েছিল। প্রমাণস্বরূপ, বেশ কয়েকটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। সেগুলি ভাইরালও (Viral) হয়েছে খুব।

ওই ‘রিয়্যাল লাইফ এলিয়েন’টিকে নিয়ে রহস্য দানা বেঁধেছে। প্রাণীটি আদৌ ভিনগ্রহী কি না, সে সব বিষয় নিয়ে তো ধন্দের অবকাশ রয়েছেই। তবে তার থেকেও বড় রহস্যজনক বিষয়টি হল, ওই ভিনগ্রহী প্রাণীটিকে বলভিয়ার গ্রামটির মানুষজন মৃত অবস্থায় দেখলেও সেটি নিঁখোজ বলে জানিয়েছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, ওই প্রাণীটিকে তাঁরা মৃত অবস্থায় দেখলেও পরবর্তীতে তা নর্দমা থেকে রহস্যজনক ভাবে গায়েব হয়ে যায়। সংবাদমাধ্যম ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী, বলিভিয়ার লা পাজ়ের ছোট্ট শহর হুয়ারিনাতে এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। একাধিক অনলাইন পোর্টাল ভিডিয়ো প্রকাশ করে বলিভিয়ার গ্রামের মানুষজনের অবাক দাবিটিকে সত্য প্রমাণিত করেছে।

টুইটারে @NuestroDiario-র তরফে কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। তার মধ্যে থেকে একটি ছবিতে দেখা গিয়েছে, রাস্তার দিকে তাকিয়ে রয়েছে একটি কুকুর। জানা গিয়েছে, ওই কুকুরটিই প্রথম এলিয়েনটিকে শনাক্ত করে এবং দেখা মাত্রই চিৎকার করতে থাকে। একথা বলা হয়ে থাকে যে, কুকুরদের মধ্যে অপ্রাকৃতিক এবং অতিপ্রাকৃত প্রাণীগুলিকে বোঝার ক্ষমতা রয়েছে। এ-ও বলা হয়, তারা যখন ঘেউ ঘেউ করে বা ডাকাডাকি করে তখন তা অজ্ঞাত বস্তুর সম্মুখীন হওয়ার বা শনাক্ত করার ইঙ্গিত মাত্র। সেই সঙ্গেই আবার একটি ভিডিয়োও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, আকাশে UFO-র মতো কিছু একটা।

এদিকে ভিডিয়োটি আবার শেয়ার করা হয়েছে @F10HD_BOLIVIA নামক একটি টুইটার পেজ থেকে। সেখানেই UFO-র মতো বস্তুটিকে দেখা গিয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, রহস্যময় ওই প্রাণীটি আকারে খুবই ছোট ছিল। সেটি যে কিউটও ছিল, সে কথাও জানিয়েছেন বলিভিয়ার মানুষজন। এখন ওই প্রাণীটি সত্যিই এলিয়েন কি না, তার থেকেও বড় প্রশ্ন হল প্রাণীটিকে সেখান থেকে সরাল কারা। এই রহস্য আরও জোরাল হচ্ছে, কারণ প্রাণীটিকে দেখার দুই দিন আগে ওই গ্রামের মানুষজনই রাতের আকাশে সবুজ আলো দেখেছিলেন। তাঁরা বিশ্বাস করছেন, একটি UFO বা এলিয়েন মহাকাশযান ওই প্রাণাটিকে পৃথিবীতে নিয়ে এসেছিল।