AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

1 জুলাই সিম কার্ড নিয়ে জারি হচ্ছে নতুন নিয়ম, বিপদ এড়াতে এখনই জেনে নিন

Sim Card New Rules: TRAI-এর নতুন নিয়ম কার্যকর করার পিছনে আসল কারণ হল অনলাইন জালিয়াতি রোধ করা। অনলাইন জালিয়াতি আটকাতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে সরকার। কিন্তু তা সত্ত্বেও পুরোপুরি আটকানো সম্ভব হচ্ছে না। আর তাই এই নতুন নিয়ম।

1 জুলাই সিম কার্ড নিয়ে জারি হচ্ছে নতুন নিয়ম, বিপদ এড়াতে এখনই জেনে নিন
| Updated on: Mar 27, 2024 | 8:37 AM
Share

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) সিম কার্ড সম্পর্কিত কিছু নিয়ম জারি করেছে। চলতি বছরের শুরু থেকেই সিম কার্ডের উপর একটা বিরাট বদল নিয়ে আসা হয়েছে। ফের দু’মাস যেতে না যেতেই আবার নতুন সিদ্ধান্ত নিল TRAI। আর এই নিয়ম চলতি বছরের 1 জুলাই থেকে সারা দেশে কার্যকর করা হবে বলেই জানিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। হঠাৎ এমন নতুন নিয়ম আনার কারণ কী? তবে কি মানুষকে এবার বিপত্তিতে পড়তে হবে?

নতুন নিয়ম আনার কারণ কী?

TRAI-এর নতুন নিয়ম কার্যকর করার পিছনে আসল কারণ হল অনলাইন জালিয়াতি রোধ করা। অনলাইন জালিয়াতি আটকাতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে সরকার। কিন্তু তা সত্ত্বেও পুরোপুরি আটকানো সম্ভব হচ্ছে না। আর তাই এই নতুন নিয়ম। তবে সেক্ষেত্রে মুশকিল হতে পারে সাধারণ মানুষের।

TRAI-এর নতুন নিয়ম কী?

TRAI-এর মতে, প্রতারণার ঘটনা রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাই-এর নয়া নিয়মাবলি অনুযায়ী, সিমকার্ড ‘সোয়‍্যাপ’ করলে ওই নম্বরটি অন্য টেলিকম সংস্থায় বদল করে যাবে না, অর্থাৎ আর ‘পোর্ট’ করতে পারবেন না গ্রাহকরা। কারণ আজকাল সিম অদলবদল সংক্রান্ত জালিয়াতির ঘটনা ক্রমাগত বাড়ছে। এই জালিয়াতিতে স্ক্যামার সহজেই প্যান কার্ড এবং আধার কার্ডের ছবি এবং মোবাইল হারানোর অজুহাতে একটি নতুন সিম কার্ড পেয়ে যায়। এবার থেকে যাতে তা না হয়, তাই এই সিদ্ধান্ত নিয়েছে TRAI।

এছাড়াও নতুন বছর শুরুতেই নতুন টেলিকম বিল কার্যকর করা হয়েছিল। আর তার ফলেই মোবাইল সিম কার্ডের নিয়মে পরিবর্তনও আনা হয়েছে। আর সেই এই নিয়ম অনুযায়ী, টেলিকম সংস্থাকে কোনও গ্রাহককে মেসেজ পাঠানোর আগে গ্রাহকের অনুমোদন নিতে হবে। এমনটাই বলা হয়েছিল চলতি বছরের জানুয়ারিতে। আর এখন সেই নিয়মই মেনে আসছে সংস্থাগুলি।