Google Search করছেন 7 বছর ধরে? এবার আপনার অ্যাকাউন্টে ঢুকবে 630 টাকা, জেনে নিন কী করবেন

Google To Give You Money: 26 অক্টোবর 2006 থেকে 30 সেপ্টেম্বর 2013 সময়কালের মধ্যে আপনি যদি গুগল করেন এবং সার্চে ক্লিক করেন, তাহলে আপনিও 23 মিলিয়ন মার্কিন ডলারের একটা অংশ দাবি করতে পারেন। এখন 31 জুলাইয়ের মধ্যেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, গুগলের কাছ থেকে টাকা চাইবেন কি না।

Google Search করছেন 7 বছর ধরে? এবার আপনার অ্যাকাউন্টে ঢুকবে 630 টাকা, জেনে নিন কী করবেন
আপনিও নিশ্চয়ই গুগল সার্চ করেছিলেন ওই সময়কালে?

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 18, 2023 | 2:56 PM

Claim Money From Google: অজানা, অদেখা সবকিছুর খোঁজে আমাদের একমাত্র ডেস্টিনেশন Google! বিগত কয়েক বছরে গুগল স্যরের কোচিংয়ে অনেক কিছু জেনেছি আমরা। আজ, ChatGPT এসেছে ঠিকই। কিন্তু এখনও বহু মানুষের ভরসার জায়গা Google Search। সেই সার্চ ইঞ্জিন জায়ান্ট আপনার জন্য একটা সুখবর নিয়ে এসেছে। 2006-2013 সালের মধ্যে যাঁরা গুগল ব্যবহার করেছেন এবং সার্চ রেজ়াল্টে কিছু না কিছু ভাবে উপকৃত হয়েছেন, তাঁদের এবার টাকা দিতে চলেছে প্ল্যাটফর্মটি। কিন্তু কেন? আসলে আপনার অনুমতি না নিয়ে আপত্তিজনক একটি কাজ করে ফেলেছে গুগল। ব্যবহারকারীদের সার্চ হিস্ট্রি তাঁদের অনুমতি না নিয়েই কিছু থার্ড পার্টি ওয়েবসাইটের কাছে শেয়ার করেছে। সেই মামলার নিষ্পত্তির জন্য সার্চ ইঞ্জিন জায়ান্টকে মোটা টাকা দিতে হচ্ছে। যদিও Google এই অভিযোগ অস্বীকার করেছে এবং তারা সাফ জানিয়েছে, ব্যবহারকারীদের কোনও তথ্যই তারা থার্ড পার্টি ওয়েবসাইটের সঙ্গে শেয়ার করেনি।

Google কী বলছে?

Google-এর তরফ থেকে দাবি করা হয়েছে, এই মামলা থেকে পরিত্রাণের জন্য তারা যে 23 মিলিয়ন মার্কিন ডলার দিতে রাজি হয়েছে তা ভুল স্বীকারের জন্য নয়। এটি যে কেবলই মামলা নিষ্পত্তির পরিমাণ মাত্র বলে দাবি করেছে তারা। এখন আপনি যদি সত্যিই সেই সময়কালের মধ্যে Google Search করে থাকেন, তাহলে 23 মিলিয়ন মার্কিন ডলারের একটা অংশের দাবিদার হতে পারেন আপনিও।

Google-এর কাছ থেকে কারা টাকা চাইতে পারেন?

26 অক্টোবর 2006 থেকে 30 সেপ্টেম্বর 2013 সময়কালের মধ্যে আপনি যদি গুগল করেন এবং সার্চে ক্লিক করেন, তাহলে আপনিও সেই 23 মিলিয়ন মার্কিন ডলারের একটা অংশ দাবি করতে পারেন। যাঁরা এই অর্থের দাবি করবেন, তাঁদের বলা হবে সেটেলমেন্ট ক্লাস মেম্বার। তবে, এই কাজের জন্য কিন্তু তাঁদের হাতে বেশি সময় নেই। 31 জুলাইয়ের মধ্যেই তাঁদের সিদ্ধান্ত নিতে হবে, গুগলের কাছ থেকে টাকা চাইবেন কি না।

কীভাবে টাকার দাবি করবেন?

Google-এর কাছ থেকে যাঁরা ক্ষতিপূরণ বাবদ টাকার দাবি করতে চান, তাঁদের যেতে হবে refererheadersettlement.com ওয়েবসাইটে। প্রক্রিয়াটি খুবই সহজ। সাইটে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে Registration Form page-এ এবং তারপরে সমস্ত তথ্য দিয়ে দিতে হবে আপনার ক্লাস মেম্বার আইডি-র জন্য। আপনার ওই রেজিস্ট্রেশন ফর্মেই দিতে হবে ইমেল আইডি, সেই ইমেল আইডিতেই আসবে আপনার ক্লাস মেম্বার আইডি। এই সাব কাজগুলি হয়ে গেলে আপনাকে যেতে হবে Submit Claim পেজে। তারপরেই আপনার গুগলের কাছ থেকে অর্থ পাওয়ার দাবি সম্পূর্ণ হবে।

কত টাকা দাবি করতে পারেন?

একটা বিরাট সংখ্যক গ্রাহককে 23 মিলিয়ন মার্কিন ডলারের অংশ দেওয়া হবে। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারীরা এক-একজন 7.70 মার্কিন ডলার করে পাবেন, ভারতীয় মুদ্রায় যা প্রায় 630 টাকা। তবে, এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে নিষ্পত্তি মামলাটি চূড়ান্ত হতে চলেছে 12 অক্টোবরের পর। তারপরই আপনার কাছে সেই টাকা পৌঁছে যাবে।