AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Samsung Galaxy S24 Ultra কেনার শখ? কেন এটাই সেরা সময় Samsung Galaxy S24 সিরিজের ফোন কেনার?

Samsung Galaxy S24 Ultra: বর্তমানে বাজারে যে কটি ফ্ল্যাগশিপ ফোন সাধারণ ক্রেতাদের মন জয় করেছে এবং চাহিদা তুঙ্গে তার মধ্যে একটি হল Samsung Glaxy S24 Ultra। এমনিতেই Samsung Glaxy S সিরিজের সব কটি ফোন বেশ জনপ্রিয়। তার মধ্যে উন্নতমানের প্রসেসরের সঙ্গে এই ফোনের জনপ্রিয়তা আরেকটু বেশি।

Samsung Galaxy S24 Ultra কেনার শখ? কেন এটাই সেরা সময় Samsung Galaxy S24 সিরিজের ফোন কেনার?
| Updated on: Sep 22, 2025 | 8:01 PM
Share

বর্তমানে বাজারে যে কটি ফ্ল্যাগশিপ ফোন সাধারণ ক্রেতাদের মন জয় করেছে এবং চাহিদা তুঙ্গে তার মধ্যে একটি হল Samsung Galaxy S24 Ultra। এমনিতেই Samsung Galaxy S সিরিজের সব কটি ফোন বেশ জনপ্রিয়। তার মধ্যে উন্নতমানের প্রসেসরের সঙ্গে এই ফোনের জনপ্রিয়তা আরেকটু বেশি। যদিও দামের কারণে অনেকেই ইচ্ছা থাকলেও কিনতে ভয় পাচ্ছিলেন এই ফোন। তবে এবার কিন্তু Samsung Galaxy S24 Ultra চলে এসেছে অনেকের সাধ্যের মধ্যে।

স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রা-র দামের উপরে বড়সড় ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। যা এখনও অবধি সবচেয়ে বড় ছাড় এবং সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে ফোনটি বলেই দাবি টেক বিশেষজ্ঞদের। এই ফ্ল্যাগশিপ ফোনটিতে রয়েছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। এই মুহূর্তে Samsung Galaxy S24 Ultra অনলাইন বিপণন সাইটে পাওয়া যাচ্ছে মাত্র ৫৮,০০০ টাকার কমে।

নতুন ছাড়কৃত দাম পাওয়া যাচ্ছে অ্যামাজন, ফ্লিপকার্ট এবং স্যামসাং-এর অফিসিয়াল ওয়েবসাইটে। এর সঙ্গে রয়েছে অতিরিক্ত ব্যাঙ্ক অফার, নো-কস্ট EMI অপশন এবং এক্সচেঞ্জ অফারও। এই ছাড় পাওয়া যাচ্ছে স্যামসাং-এর উৎসব মৌসুমের প্রোমোশনের অংশ হিসেবে।

Samsung Galaxy S24 Ultra বর্তমান দাম কত? আগে কত ছিল?

ফোনটি যখন প্রথম বাজারে আত্মপ্রকাশ করে তখন লঞ্চ প্রাইস ছিল ১,২৯,৯৯৯ টাকা। বর্তমানে বেস মডেলের নতুন দাম ৭১,৯৯৯ টাকা। তবে এর উপরে আরও নানা কার্ডের অফার এবং এক্সচেঞ্জ করলে দাম ৫৮,০০০-৬০,০০০ নেমে আসতে পারে।

Samsung Galaxy S24 লঞ্চ প্রাইস ছিল ৭৪,৯৯৯ টাকা বেস মডেল। বর্তমানে বেস মডেলের দাম ৩৯,৯৯৯ টাকা।

Samsung Galaxy S24 FE দাম লঞ্চ প্রাইস ছিল ৫৯,৯৯৯ টাকা বেস মডেল। বর্তমানে বেস মডেলের দাম ২৯,৯৯৯ টাকা।

কেন কিনবেন Samsung Galaxy S24 Ultra?

এই ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে ৬.৭-ইঞ্চি ডাইনামিক AMOLED ডিসপ্লে। রেজোলিউশন ৩১২০ x ১৪৪০ পিক্সেল, ১২০Hz হাই রিফ্রেশ রেট সহ।

পাবেন সাম্প্রতিকতম Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর। যা ফোনের উচ্চগতির জন্য গুরুত্বপূর্ণ। রয়েছে সর্বোচ্চ 16 GB RAM এবং 1TB স্টোরেজ অপশন।

আছে S-Pen সাপোর্ট। পিছনে রয়েছে 200MP মেইন ক্যামেরা সঙ্গে 50MP + 12MP + 10MP। ফ্রন্ট ক্যামেরা 12MP সেলফি ও ভিডিয়ো কলের জন্য। পাচ্ছেন ৫০০০mAh ক্ষমতা সম্পন্ন ব্যাটারি। যাতে এক থেকে দেড় দিন কেটে যেতে পারে একবার চার্জে। সঙ্গে 45W ওয়াট চার্জার ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। এর সফটওয়্যার অত্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন OneUI 6 (Android 14 ভিত্তিক)।