আলিয়া ভাট
মহেশ ভাট-কন্যা আলিয়া ভাট কেরিয়ারের শুরু থেকেই চর্চায়। করণ জোহরের হাত ধরে বলিউডে পা-রাখা, ছবির নাম ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’। প্রাথমিকভাবে ‘নেপোটিজ়ম’ বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিলেও পরবর্তীতে ‘হাইওয়ে’, ‘ডিয়ার জ়িন্দেগি’, ‘উড়তা পঞ্জাব’-এর সূত্রে তিনি প্রমাণ করে দেন, অভিনয়টা তিনি জানেন। আলিয়া ভাটের স্টাইলেই ঘুম উড়েছিল ভক্তদের। ‘রাজি’-তে আবারও প্রমাণ করলেন, তিনি কেবল ‘পাপা কি পরী’ নন, ‘গ্ল্যামার কুইন’ নন, অভিনয়ের জন্য নিজেকে ভাঙতে জানেন। কেরিয়ারে ১০ বছর হতে না-হতেই জাতীয় পুরস্কার এল তাঁর ঝুলিতে। সঞ্জয় লীলা ভনসালি পরিচালিত ছবি ‘গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি’ ছবিতে অভিনয় করে জিতে নেন সেরা অভিনেত্রীর তকমা। কেরিয়ারের মধ্যগগণে বিয়ের সিদ্ধান্ত নেন ছক ভাঙায় পারদর্শী আলিয়া। রণবীর কাপুরকে বিয়ে করে তিনি এখন কাপুর পরিবারের সদস্য। রয়েছে এক কন্যাসন্তান, নাম রাহা কাপুর।