ক্য়াটরিনা কাইফ
হংকংয়ে জন্ম, তারপর নানা দেশে ঘুরে অবশেষ লন্ডন—ছোটবেলা এভাবেই কেটেছিল ক্যাটরিনা কাইফের। টিনএজার ক্যাটরিনার ইচ্ছে ছিল নায়িকা হওয়ার। ভাগ্যের মোড় ঘোরাতে আগমন হয় ভারতে। প্রথম ছবি ‘বুম’ যা বক্স অফিসে একটুকুও আঁচড় কাটতে পারেনি। ২০০৫ সালে ‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া’র মধ্যে দিয়ে বলিউডে জায়গা পাকা করে নেন তিনি। ‘নমস্তে লন্ডন’, ‘নিউ ইয়র্ক’, ‘মেরে ব্রাদার কি দুলহন’-এর মতো ছবিতে অভিনয় করেন ক্যাটরিনা। ‘এক থা টাইগার’, ‘টাইগার জ়িন্দা হ্যায়’, ‘ব্যাং ব্যাং’ ছবিতে অভিনয় করে সমালোচকদেরও প্রশংসা কুড়িয়ে নেন। বলিউডে এসে নাচ শিখে ‘শীলা কি জওয়ানি’ ও ‘কমলি’-র মতো আইটেং সং-এও সমান পারদর্শী ক্যাটরিনা। একই সঙ্গে বলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেন ক্যাটরিনা। ২০২১ সালের ৯ ডিসেম্বর দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর ক্যাটরিনা বিয়ে করেন ভিকি কৌশলকে। তথাকথিত ইন্ডাস্ট্রির অংশ না হয়েও ‘আউটসাইডার’ ক্যাটরিনা নিজেকে প্রমাণ করেছেন নিজের ক্ষমতায়।