Jawan Movie: ”জওয়ান’ জ্বরে কাবু গোটা দেশই যেন আজ রাতজাগা
না, ৭০ কোটি নয়—এবার শোনা যাচ্ছে, 'জওয়ান' নাকি ১০০ কোটি টাকায় বিগ ওপেন করতে চলেছে বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর। অর্থাৎ প্রথম দিনই ছবির সম্ভাব্য আয় ছুঁতে পারে ১০০ কোটির মাত্রা। ইতিমধ্যেই ৫০ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
বিগ ওপেনিং
না, ৭০ কোটি নয়—এবার শোনা যাচ্ছে, ‘জওয়ান’ নাকি ১০০ কোটি টাকায় বিগ ওপেন করতে চলেছে বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর। অর্থাৎ প্রথম দিনই ছবির সম্ভাব্য আয় ছুঁতে পারে ১০০ কোটির মাত্রা। ইতিমধ্যেই ৫০ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
কলকাতায় উত্তেজনা
ভারতের বুকে প্রথম ‘জওয়ান’ শোয়ের সাক্ষী থাকবে শহর কলকাতা। ভোর ৫টায় প্রথম শো। বুধবার সকাল থেকেই ভক্তদের মনে উত্তেজনার পারদ তুঙ্গে। কলকাতার বিভিন্ন এলাকায় SRK-এর ফ্যান ক্লাবের উদ্যোগে শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন। এখন দেখার, রাত পোহালে ছবির বাজার কতটা তুঙ্গে ওঠে।
পরী-রাঘবের বিয়ে
অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ মন্ত্রী রাঘব চাড্ডার বিয়ে ঘিরে জল্পনা তুঙ্গে। ২৩ ও ২৪ সেপ্টেম্বর উদয়পুরে বসছে বিবাহ আসর। ২০০ অতিথি-সহ সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৫০ জন VVIP। কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হবে উদয়পুরের দুই বিলাসবহুল হোটেল। সূত্রের খবর, একাধিক শর্ত মেনে তবেই প্রবেশ করা যাবে বিবাহস্থানে।
অনুরাগের আক্ষেপ
অনুরাগ কাশ্যপ ও তাঁর প্রাক্তন স্ত্রী আরতির বাজাজের একমাত্র কন্যা আলিয়া কাশ্যপের সদ্য বাগদান হয়ে গেল। তবে বাবা অনুরাগ এখনও বুঝে উঠতেই পারেন না, কী করে এত তাড়াতাড়ি বড় হয়ে গেল মেয়ে। এ বিষয়ে তাঁর বক্তব্য, “আমি এতটাই কাজ নিয়ে পাগল ছিলাম যে, বুঝেই উঠতে পারিনি কখন বড় হয়ে গেল আমার মেয়েটা। ”
ট্রোল্ড শেহনাজ
‘এ কেমন পোশাক?’ শেহনাজ গিল সাধারণত পোশাক সম্পর্কে বেশ সচেতন। তবে এবার যা পরে তিনি প্রকাশ্যে এলেন, তা দেখে রীতিমত রে-রে করে উঠল নেটপাড়া। উন্মুক্ত পিঠ, ডিপ নেকলাইনে এবার শেহনাজ হলেন চরম ট্রোলের শিকার। নেটপাড়ার বক্তব্য, ‘বলিউডের হাওয়া লেগে গিয়েছে।’
‘প্রধান’ সেটে সেলিব্রেশন
বর্তমানে উত্তরবঙ্গে শুটিং-এ ব্যস্ত টিম ‘প্রধান’। সেখানেই এবার মধ্যরাতে হয়ে গেল সেলিব্রেশন। পরিচালক অভিজিৎ সেনের জন্মদিন বলে কথা। কাটলেন কেক। সকলেই অভিনন্দন জানালেন তাঁকে। এরই মাঝে দেব ঘোষণা করলেন, অভিজিতের জন্মদিন উপলক্ষে কলটাইম ২ ঘণ্টা পিছিয়ে দেওয়া হল। শোনামাত্রই সকলের মুখে হাসি ফুটল পলকে।
মুক্তি পাচ্ছে ‘কালকক্ষ’
জাতীয় পুরস্কার পাওয়ার ঠিক দুই সপ্তাহের মাথায় অবশেষে মুক্তি পাচ্ছে ‘কালকক্ষ’। নন্দন ১ ও রাধা-তে এবার ২টি শো পেল শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ দে-র ছবি। নন্দনে সন্ধ্যে সাড়ে ৬টায় ও রাধা-তে বিকেল ৪টের সময় দেখা যাবে ‘কালকক্ষ’।
প্রেগন্যান্সি ক্রেভিং
আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা—রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী। তাই এখন মাঝেমধ্যেই চলছে চিট ডে। এবার আইস্ক্রিমে মজলেন শুভশ্রী। ছবি শেয়ার করলেই তা পলকে ভাইরাল।
জালিয়াতির শিকার শ্রীলেখা
জন্মদিনে কেন মন খারাপ ছিল অভিনেত্রী শ্রীলেখা মিত্রর? সোশ্যাল মিডিয়ায় এবার দিলেন সেই খবর। নিজের ভুলে একটি ফেক অ্যাপের লিঙ্কে ক্লিক করতেই ঘটেছে বিপত্তি। মুহূর্তে উধাও বেশ কিছু টাকা। সোশ্যাল মিডিয়ায় সমস্তটা জানিয়ে সকলকে সাবধান থাকার আর্জি জানিয়েছেন তিনি।