জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে তাঁর উদ্বেগের কথা জানিয়েছেন। আগে দেখে নিন সেই পোস্ট। হাতিবাগানে ২ নম্বর বরো অফিসের মূল ফটকের উল্টোদিকে এই ফলক প্রতিষ্ঠিত হয় ২০১২র ২ জানুয়ারি। সেই বছর ছিল নটি বিনোদিনীর সার্ধ জন্মশতবর্ষ। মাত্র ১১ বছরের মধ্যে এই অবস্থা সেই উদযাপনের ফলকের। ফলকটির ওপর কাক পাখিদের বিষ্ঠা। তলায় পান আর গুটখার পিক। ভেঙে পড়েছে যেন। কলকাতা পুরসভার ২ নম্বর বরোর চেয়ারপার্সন শুক্লা ভোর কী বলছেন? সত্যিই কি আমরা আত্মবিস্মৃত, শিকড়ের টান বিহীন, একটা জাতিতে পরিণত হচ্ছি? প্রশ্নটা কিন্তু তুলে দিলেন মঞ্চের বিনোদিনী, সুদীপ্তা। উত্তর আছে কোনও?