Space News : মহাকাশ ১৬ আনা সোনায় ঠাসা গ্রহাণু
মহাকাশে তাল তাল সোনা। অল্প নয়, এত সোনা যে পৃথিবী বাসীকে সেই সোনা দিলে মাথা পিছু বিশ্ববাসী পাবেন ১০,০০০ কোটি মার্কিন ডলার। এমনই এক 'দামি' গ্রহাণুর সন্ধান পেয়েছে নাসা। পৃথিবী থেকে ৪ কোটি কিলোমিটার দূরে এই গ্রহাণু। বহুমূল্য এই গ্রহাণুর নাম ১৬ সাইকি।
মহাকাশে তাল তাল সোনা। অল্প নয়, এত সোনা যে পৃথিবী বাসীকে সেই সোনা দিলে মাথা পিছু বিশ্ববাসী পাবেন ১০,০০০ কোটি মার্কিন ডলার। এমনই এক ‘দামি’ গ্রহাণুর সন্ধান পেয়েছে নাসা। পৃথিবী থেকে ৪ কোটি কিলোমিটার দূরে এই গ্রহাণু। বহুমূল্য এই গ্রহাণুর নাম ১৬ সাইকি। সোনার সম্পদে ঠাসা এই ১৬ সাইকি। এই গ্রহাণুর উদ্দেশ্যে অভিযান চালাবে NASA । ৫ অক্টোবর সাইকিতে অভিযান শুরু করবে নাসার নভোযান। পৃথিবী ও মঙ্গলের মাঝে অবস্থিত এই গ্রহাণুতে পৌঁছতে সময় লাগবে ৬ বছর। এই অভিযানে NASA র খরচ হবে ৮৫০ ডলার। ভারতীয় মুদ্রায় যা ৭৫০০ কোটি টাকা। ১৬ সাইকিতে NASA র নভোযান পৌঁছবে ২০২৯ নাগাদ। প্রায় ২ বছরেরও বেশি ১৬ সাইকিকে প্রদক্ষিণ করবে নভোযান। ২৬ মাস ওই অঞ্চলে থাকবে NASA র নভোযান। ১৬ সাইকি লম্বায় প্রায় ২২৫ কিলোমিটার। ১৬ সাইকি ৫ বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। ইতালির বিজ্ঞানী অ্যানিবেল দ্য গ্যাসপারিজ ১৯৫২ এ এই গ্রহাণুর সন্ধান পান । সোনা ছাড়াও এতে আছে লোহা ও নিকেল।