Birbhum Accident News: উল্টে গেল ধান বোঝাই লরি
বীরভূম, সিউড়ি- সিউড়ির বেহিরা কালিতলার কাছে ধান বোঝাই লরি উল্টে মৃত দুই, আহত সাত জন ব্যক্তি। বেহিরা কালীতলার কাছে খড় বোঝায় গাড়ির সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে ধান বোঝায় লরিটি এবং ধান ক্ষেতের মধ্যে উল্টে যায় লরিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজন ব্যক্তির, আহত হয় গুরুত্ব ভাবে সাতজন।
বীরভূম, সিউড়ি- সিউড়ির বেহিরা কালিতলার কাছে ধান বোঝাই লরি উল্টে মৃত দুই, আহত সাত জন ব্যক্তি। রবিবার রাত্রে বোলপুরের দিক থেকে আসছিল একটি খড় বোঝাই লরি এবং ধান বোঝাই লরিটি যাচ্ছিল সিউড়ির দিক থেকে বোলপুরের দিকে। বেহিরা কালীতলার কাছে খড় বোঝায় গাড়ির সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে ধান বোঝায় লরিটি এবং ধান ক্ষেতের মধ্যে উল্টে যায় লরিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজন ব্যক্তির, আহত হয় গুরুত্ব ভাবে সাতজন। তাদের সকলকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে এবং খবর দেওয়া হয় সিউড়ি থানার পুলিশকে। সিউড়ি থানার পুলিশ এসে মৃতদেহ গুলিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় সিউড়ি সদর হাসপাতালে এবং আহতদেরও ভর্তি করা হয় সিউড়ি সদর হাসপাতালে।
Latest Videos
Latest News