2000 Rupee Note In Market: বাজারে কমে যাচ্ছে ২০০০ টাকার নোট!

2000 Rupee Note In Market: বাজারে কমে যাচ্ছে ২০০০ টাকার নোট!

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Apr 18, 2023 | 3:22 PM

Indian Currency: একটা সময় ছিল,যখন সর্বত্রই ২০০০ টাকার নোট দেখা যেত। কিন্তু এখন এটিএম হোক বা বাজারে,খুব একটা বেশি দেখা যায় না সেগুলি। ২০০০ টাকার নোট বাজারে কম দেখা যেতেই বিষয়টি নিয়ে সংসদেও প্রশ্ন উঠতে শুরু করে। এই ২০০০ টাকার নোটগুলো যাচ্ছে কোথায়?

একটা সময় ছিল,যখন সর্বত্রই ২০০০ টাকার নোট দেখা যেত। কিন্তু এখন এটিএম হোক বা বাজারে,খুব একটা বেশি দেখা যায় না সেগুলি। ২০০০ টাকার নোট বাজারে কম দেখা যেতেই বিষয়টি নিয়ে সংসদেও প্রশ্ন উঠতে শুরু করে। এই ২০০০ টাকার নোটগুলো যাচ্ছে কোথায়? রিজার্ভ ব্যাঙ্ক কি ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছে? আগে থেকে যে নোটগুলি রয়েছে, সেগুলি কি ব্যাঙ্ক আর এটিএম-এ রাখছে না? নির্মলা সীতারমন বলেছেন, ২০০০ টাকার নোট এটিএম-এ রাখবে কি না সেই ব্যাপারে সংশ্লিষ্ট ব্যাঙ্ক সিদ্ধান্ত নেবে। রিজার্ভ ব্যাঙ্ক তাদের বার্ষিক রিপোর্টে স্পষ্ট করে দিয়েছে,তারা ২০০০ টাকার নোট বাজারে ছাড়া কমিয়ে দিয়েছে। ২০১৯-২০ সাল থেকে ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি এখন বাজারে যদি কোনও ২০০০ টাকার নোট দেখতে পান, সেটি পুরনো নোটই। যেহেতু নতুন করে নোট ছাপানো হচ্ছে না, তাই মার্কেটে ২০০০ টাকার নোটের সার্কুলেশনও কমে গিয়েছে। সেই কারণে বাজারে কম দেখা যাচ্ছে ২০০০ টাকার নোট। ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ হয়ে গেলেও বাজারে এখনও সচল রয়েছে এই নোট। যদি কেউ আপনার থেকে ২০০০ টাকার নোট নিতে না চায়, তাহলে আপনি ব্যাঙ্কে অভিযোগ জানাতে পারেন।