“একুশে জুলাই” ডাকে সেরে উঠবেন সাধন?
বাবার ২১শে জুলাই পালন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন শ্রেয়া।
“একুশে জুলাই” ডাকে সেরে উঠবেন সাধন?
বাবার ২১শে জুলাই পালন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন শ্রেয়া। হাসপাতালে বাবা সাধন পাণ্ডের ভেন্টিলেশনে অক্সিজেন দেওয়ার মাত্রা কিছুটা কমেছে। কিন্তু সারতে এখনও সময় লাগবে। ধাক্কা সামলাতে কিছুটা সাপোর্ট দিতে হবে। মানসিকভাবে। রাজনীতি নয়, বরং আবেগ থেকে এলাকায় একুশে উদযাপন করতে বেরিয়ে পড়েছিলেন শ্রেয়া পাণ্ডে। বাবা যেখানে-যেখানে যেতেন, যেখানে-যেখানে যাবার কথা ছিল সেখানে-সেখানে হাজিরা দিচ্ছেন কন্যা। “হাসপাতালে নিতে হবে শুনে ১৭ তারিখ মাকে বললেন, হাসপাতাল তো তাহলে আমার ২১ টা খেয়ে নেবে। এটা আমার বড় মনে লেগেছিল। তখনই ঠিক করি আমি আসব বাবা যদি না পারে।” চোখ মুছতে মুছতে বললেন শ্রেয়া। ভাষণ দিতে পটু নন, অভ্যস্ত নন। আবেগ মুখে কথা যোগাচ্ছিল। গলা বুজে আসছিল কখনও।
Latest Videos