Combodia Crocodile Attack: মালিককে জ্যান্ত চিবিয়ে খেল ৪০টি কুমির
ঘটনাটি ঘটেছে কম্বোডিয়ার নম পেনে। খাঁচায় ডিম পেড়েছে কুমির। সেই ডিমগুলি একটি লাঠি দিয়ে সরাচ্ছিলেন লুয়ান ন্যাম। ওই খামারের মালিক ন্যাম। একটি কুমির লাঠিটি ধরে ফেলে। লাঠিতে হ্যাঁচকা টান দেয় কুমিরটি। কুমিরের এনক্লোজারে পড়ে যান লুয়ান ন্যাম। সঙ্গে সঙ্গে প্রায় ৪০টি সরীসৃপ ঝাঁপিয়ে পড়ে তাঁর ওপরে। ছিঁড়েখুঁড়ে খায় মানুষটিকে।
চল্লিশটি কুমিরের আক্রমণে প্রাণ গেল এক ৭২ বছর বয়সীর। ঘটনাটি ঘটেছে কম্বোডিয়ার নম পেনে। খাঁচায় ডিম পেড়েছে কুমির। সেই ডিমগুলি একটি লাঠি দিয়ে সরাচ্ছিলেন লুয়ান ন্যাম। ওই খামারের মালিক ন্যাম। একটি কুমির লাঠিটি ধরে ফেলে। লাঠিতে হ্যাঁচকা টান দেয় কুমিরটি। কুমিরের এনক্লোজারে পড়ে যান লুয়ান ন্যাম। সঙ্গে সঙ্গে প্রায় ৪০টি সরীসৃপ ঝাঁপিয়ে পড়ে তাঁর ওপরে। ছিঁড়েখুঁড়ে খায় মানুষটিকে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কুমিরগুলি রেহাই দেয়নি তাদের মালিককে। সিয়াম রিপ পুলিশ এসে দেখে রক্তে ভেসে যাচ্ছে গোটা খাঁচা। একপাশে বৃদ্ধের আধখাওয়া নিষ্প্রাণ দেহ পড়ে রয়েছে। পুলিশ লুয়ান ন্যামের দেহের অংশ উদ্ধার করে। দেহে ছিল অসংখ্য কামড়ের চিহ্ন। ঘটনার পর কুমিরগুলি বেচে দেবার সিদ্ধান্ত নিয়েছে লুয়ানের পরিবার। ওই অঞ্চলে প্রচুর কুমির রয়েছে এবং কুমির ফার্মের সংখ্যাও অনেক। এর আগেও ২০১৯এ ওই একই গ্রামে এরকম ঘটনা ঘটে। একটি দু বছরের শিশু কুমির খামারের খাঁচায় পড়ে যায়। তাকেও ছিঁড়ে খায় কুমির বাহিনী।