ব্রিগেডের পর আবার হচ্ছে গীতাপাঠ, এবার কোথায়?
Geeta Path: ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের পর এবার বীরভূমে পাঁচ হাজার কণ্ঠে গীতাপাঠ। বীরভূমের নলহাটিতে ২ নম্বর ব্লকের প্রসাদপুর গ্রামে এই গীতাপাঠের অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে উপস্থিত বেলডাঙার আশ্রমের কার্তিক মহারাজ সহ একাধিক মন্দির ও আশ্রমের সাধু-সন্ন্যাসীরা।
ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের পর এবার বীরভূমে পাঁচ হাজার কণ্ঠে গীতাপাঠ। বীরভূমের নলহাটিতে ২ নম্বর ব্লকের প্রসাদপুর গ্রামে এই গীতাপাঠের অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে উপস্থিত বেলডাঙার আশ্রমের কার্তিক মহারাজ সহ একাধিক মন্দির ও আশ্রমের সাধু-সন্ন্যাসীরা। এখন থেকেই চোখে পড়ার মতো ভিড় সেখানে। আরও ভক্তের সমাগম হবে। ব্রিগেডের গীতাপাঠের অনুষ্ঠানের মতোই এই অনুষ্ঠানেও সাড়া মিলবে বলে আশাবাদী সকলে। আবার একাংশের প্রশ্ন, শুধুই ধর্ম? নাকি ধর্মের মধ্যে রাজনীতি মিশিয়ে ভোটের বাজারে ফায়দা তুলতে চাইছে রাজনৈতিক দলগুলি?
