Nudity and Drugs: নেশা, নগ্নতা আর…
Travel Tips: আমদের দেশেই রয়েছে বেশ কিছু টুরিস্ট স্পট যেখানে পরিবার নিয়ে বেড়াতে না যাওয়াই ভাল। কারণ এই স্পটগুলির কোথাও রয়েছে নেশার আহ্বান কোথাও নগ্নতার। রইল তেমনই ৬টি স্পট।
আমদের দেশেই রয়েছে বেশ কিছু টুরিস্ট স্পট যেখানে পরিবার নিয়ে বেড়াতে না যাওয়াই ভাল। কারণ এই স্পটগুলির কোথাও রয়েছে নেশার আহ্বান কোথাও নগ্নতার। রইল তেমনই ৬টি স্পট। হিমাচলের কসৌল একটি অফবিট স্পট। এখানে বিক্রি হয় গঞ্জিকা। নেশগ্রস্ত মানুষদের উদ্দাম হুল্লোড় চলে এখানে। গোয়ার ওজরান সি বিচে বিকিনি পরা বিদেশিনী দেখা যায়। সমুদ্র সৈকতে দেখা যায় অর্ধনগ্ন নারী পুরুষ। তাই পরিবারের লোকজন এখানে গেলে অস্বস্তিই বাড়বে। কর্ণাটকের গোকর্ণের মন্দির পবিত্র তীর্থক্ষেত্র। গোকর্ণ সৈকতেও অর্ধনগ্ন বিদেশির ভিড়। অনেকে আবার অর্ধনগ্ন হয়ে সূর্যস্নান করেন। কেউ আবার সম্পূর্ণ নগ্ন হয়ে সি বিচে বসে থাকেন। পণ্ডিচেরি পরিবারের সঙ্গে গেলে ভাল লাগবে না। এখানে বিদেশিদের ভিড় বেশি। হিমাচলের ধরমকোট পরিবারের সঙ্গে বেড়াতে যাবেন না। এখানে ট্রেকিং ট্রেইলিং হয়। বাকিটা এতই নিরিবিলি যে তা ভাল লাগবে না। কেরলের বরকালায় হিপিদের বেশ ভিড় হয়। এখানে সুলভ কুখ্যাত মাদক ইদুক্কি গোল্ড।