Anandapur Fire: জ্বলল কারখানা, পুড়ল সব, মৃত কমপক্ষে ৮, নিখোঁজ অসংখ্য মানুষ

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 26, 2026 | 7:03 PM

জানা যাচ্ছে, গুদামটিতে মূলত শুকনো, প্যাকেটজাত খাবার মজুত করা থাকত। ছিল ঠান্ডা পানীয়ের বোতলও। দমকল আধিকারিকরা জানাচ্ছেন, ওই এলাকায় মোট দুটো সংস্থা ছিল। একটি মোমো কারখানা, আর তার পাশে ডেকরেটর্সের গোডাউন।

গভীর রাত থেকে জ্বলছে আনন্দপুরের নামজাদা মোমো কোম্পানির কারখানা। রাতে নাইট শিফ্টে কারখানার মধ্যে থাকা কর্মীদের কোনও খোঁজ নেই। নিখোঁজ প্রায় পঁচিশ জন। কিন্তু সময়ের সঙ্গে বেড়েছে সেই সংখ্যা। উদ্বিগ্ন পরিবার, মনে দানা বেঁধেছে প্রাণ সংশয়ের ভয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃত্যু হয়েছে ৮ জনের। বিকেল গড়ানোর পর এসেছে জেসিবি। হা-হুতাশ করছেন নিখোঁজের পরিবার।

জানা যাচ্ছে, গুদামটিতে মূলত শুকনো, প্যাকেটজাত খাবার মজুত করা থাকত। ছিল ঠান্ডা পানীয়ের বোতলও। দমকল আধিকারিকরা জানাচ্ছেন, ওই এলাকায় মোট দুটো সংস্থা ছিল। একটি মোমো কারখানা, আর তার পাশে ডেকরেটর্সের গোডাউন। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বলছেন, রবিবার রাতে ওই গোডাউনেই পিকনিক ছিল। ২০ জন তো বটেই, অন্ততপক্ষে ৩০ জনের মতো ভিতরে থাকার কথা।