Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alipurduar News: শিক্ষিকার বদলি চেয়ে তালা!

Alipurduar News: শিক্ষিকার বদলি চেয়ে তালা!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 07, 2023 | 5:41 PM

স্কুল শিক্ষিকার বদলী চেয়ে স্কুলে তালা মেরে বিক্ষোভে সামিল হলেন অভিভাবকরা। ঘটনা আলিপুরদুয়ার শহরের লেবুবাগান প্রাইমারী স্কুলে। স্কুলে ঢুকতে গেলে ওই শিক্ষিকাকে স্কুলে ঢুকতে দেননি অভিভাবকরা। দীর্ঘ সময় স্কুলে তালা মেরে অভিভাবক রা বিক্ষোভে সামিল হওয়ায় পন্ড হয়ে যায় পড়াশোনা।

স্কুল শিক্ষিকার বদলী চেয়ে স্কুলে তালা মেরে বিক্ষোভে সামিল হলেন অভিভাবকরা। ঘটনা আলিপুরদুয়ার শহরের লেবুবাগান প্রাইমারী স্কুলে। স্কুলে ঢুকতে গেলে ওই শিক্ষিকাকে স্কুলে ঢুকতে দেননি অভিভাবকরা। দীর্ঘ সময় স্কুলে তালা মেরে অভিভাবক রা বিক্ষোভে সামিল হওয়ায় পন্ড হয়ে যায় পড়াশোনা। অভিভাবক দের বক্তব্য,অনামিকা সরকার নামের এক শিক্ষিকা স্কুলে ছাত্র,ছাত্রী,শিক্ষক ও সেল্ফহেল্প গ্রুপের সদস্যদের সঙ্গে নিয়মিত খারাপ আচরন করেন। এমনকি ওই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় শ্লীলতাহানির অভিযোগ আনেন। এরপরই ওই বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরা ও স্কুল শিক্ষিকার বদলী চেয়ে ময়দানে নামেন। আজ স্কুল শুরুর সময় ওই শিক্ষিকা স্কুলে এলে তাকে ঢুকতে দেয়নি অভিভাবকরা। এ ব্যাপারে স্কুলের প্রধানশিক্ষক অরুপবরন দত্ত বলেন,ওই শিক্ষিকা স্কুলের সম্মান নষ্ট করছে। এক শিক্ষকের বিরুদ্ধে থানায় মিথ্যে অভিযোগ এনেছেন। আমরা সবাই আতঙ্কিত। এরপর বড় ঘটনা ঘটতে পারে। ছাত্র ছাত্রীদের ভুল শেখাচ্ছে। উনি এই স্কুলে থাকলে আমরা কেউ থাকবোনা। বেশ কিছু সময় পর অভিযুক্ত শিক্ষিকা অনামিকা সরকার স্কুলে এসে বলেন আমি আর স্কুলে আসবোনা। যে শিক্ষক আমাকে জোর করে বদলী করাচ্ছেন আমি এ নিয়ে আইনের পথে যাবো এবং আদালতে যাবো। আমাকে পছন্দ করছেন না। ইনসিকিউরড ফিল করছেন শিক্ষকরা। আমি আর স্কুলে আসবোনা। কিন্তু আদালতে যাবো। স্কুল শিক্ষিকার এই বক্তব্য শোনার পর খুলে দেওয়া হয় স্কুল। যবনিকা ঘটে আন্দোলনের।