South 24 Parganas School Condition: ৯২৬টি স্কুল বন্ধের মুখে!

South 24 Parganas School Condition: ৯২৬টি স্কুল বন্ধের মুখে!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 29, 2023 | 5:31 PM

কোথাও পড়ুয়া, আবার কোথাও শিক্ষকের অভাবে বন্ধ হতে বসেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ৯২৬টি স্কুল। এর বেশীরভাগ প্রাইমারি। আছে আপার প্রাইমারিও। তালিকায় রয়েছে মন্দিরবাজার ব্লকের মণ্ডবতলা রামনাথপুর জুনিয়র হাইস্কুলও। গত ২ বছরের বেশী সময় ধরে বন্ধ রয়েছে স্কুলটি।

কোথাও পড়ুয়া, আবার কোথাও শিক্ষকের অভাবে বন্ধ হতে বসেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ৯২৬টি স্কুল। এর বেশীরভাগ প্রাইমারি। আছে আপার প্রাইমারিও। তালিকায় রয়েছে মন্দিরবাজার ব্লকের মণ্ডবতলা রামনাথপুর জুনিয়র হাইস্কুলও। গত ২ বছরের বেশী সময় ধরে বন্ধ রয়েছে স্কুলটি। ২০১১ সালে তপলিশী ও ওবিসি অধ্যুষিত এই এলাকায় উচ্চ প্রাথমিক পড়ুয়াদের কথা ভেবে স্কুলটি চালু করা হয়েছিল। কিন্তু শুরু থেকে স্থায়ী ও বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবে ব্যহত হত পঠনপাঠন। ফলে ধীরে ধীরে পড়ুয়ার সংখ্যা কমতে থাকে। শেষমেশ ২ জন স্থায়ী শিক্ষককে অন্যত্র বদলি করা হয়। বন্ধ হয়ে যায় স্কুলটি। তালাবন্ধ অবস্থায় স্কুলের গেট। ভেতরের চেয়ার টেবিলে ধুলোর আস্তারন। পড়ে আছে কিছু পাঠ্যপুস্তক। জুনিয়র হাইস্কুলের সঙ্গে লাগোয়া মণ্ডবতলা প্রাইমারি স্কুল। পড়ুয়ার সংখ্যা শতাধিক। সেই পড়ুয়াদের চতুর্থ শ্রেণী পাশ করার পর যেতে হচ্ছে দূরের স্কুলে। কিন্তু গ্রামের মধ্যে থাকা স্কুলটি বন্ধ। স্কুল বন্ধ হয়ে যাওয়ায় অভিভাবকরা ক্ষুব্ধ। সমস্যায় পড়তে হয়েছে পঞ্চম শ্রেণিতে ওঠা পড়ুয়াদের। দ্রুত শিক্ষক নিয়োগ করে জুনিয়র হাইস্কুলটি খোলার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা তথা অভিভাবকরা। পাশের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকও চাইছেন জুনিয়র হাইস্কুলটি পুনরায় চালু হোক। পাশাপাশি স্কুল থাকলে পঠনপাঠনের সুবিধা হত ও পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি পেত বলে মত প্রধান শিক্ষকের।‌