Bongaon News: দিনেদুপুরে লক্ষাধিক টাকার ছিনতাই
দিনেদুপুরে মহিলার হাত থেকে লক্ষাধিক টাকার ব্যাগ ছিনতাই। দুজনকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। টাকা ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বনগাঁর গারাপতা এলাকায়।
দিনেদুপুরে মহিলার হাত থেকে লক্ষাধিক টাকার ব্যাগ ছিনতাই। দুজনকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। টাকা ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বনগাঁর গারাপতা এলাকায়। উত্তর ২৪ পরগনা বনগাঁ থানা এলাকার গাড়াপোতার একটি ব্যাংক থেকে মহিলা সমিতির টাকা তুলে বাড়ি ফেরার পথে বাইকে করে এসে ব্যাগ ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতী। এমনই অভিযোগ তুলে থানার দ্বারস্থ হলো সমিতির মহিলারা। বনগাঁর গাড়াপোতা এলাকার ঘটনা। মঙ্গলবার দুপুরে ব্যাংক থেকে সমিতির টাকা তুলে টোটো করে বাড়ি ফিরছিল দুইজন মহিলা। অভিযোগ সেই সময় এক ব্যক্তি তাদের পিছু করছিল। গাড়াপোতার কমলাপুরের রাস্তায় তালপাড়া এলাকায় একটি ফাঁকা জায়গায় ওই ব্যক্তি তাদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ওই ব্যাগের মধ্যে প্রায় দেড় লক্ষ টাকা সহ বেশ কিছু কাগজপত্র ছিল। টাকার ব্যাগ যে মহিলার হাতে ছিল তিনি আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি। ঘটনার তদন্তে নেমে দুইজনকে আটক করে তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।