Basirhat News: আবার সীমান্তে গ্রেফতার বাংলাদেশি
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সীমান্ত সুরক্ষা নিয়ে বিএসএফের নজরদারি দিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তখনই বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ বিথারি সীমান্তে সীমন্ত সুরক্ষা বাহিনীর নজর এড়িয়ে তিন মহিলা ও এক শিশু বাংলাদেশ থেকে ভারতে ঢোকে।
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সীমান্ত সুরক্ষা নিয়ে বিএসএফের নজরদারি দিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তখনই বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ বিথারি সীমান্তে সীমন্ত সুরক্ষা বাহিনীর নজর এড়িয়ে তিন মহিলা ও এক শিশু বাংলাদেশ থেকে ভারতে ঢোকে।
সেই সময় ১১২নং ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা টহল দিচ্ছিল। তাদের নজরে আসে সন্দেহজনক ভাবে সীমান্তে ঘোরাঘুরি করছিল বেশ কিছু মানুষ। সেই সময় বিএসএফ জওয়ানরা তাদের জিজ্ঞাসাবাদ করলে দেখা যায় তাদের কাছে বৈধ কোনো নথিপত্র নেই। জানা যায়, সম্পূর্ণ অবৈধ ভাবে সীমান্ত সুরক্ষা বাহিনীর নজর এড়িয়ে তারা এদেশে ঢুকেছে। এদেরকে জেরা করে এক দালালের খোঁজ পাওয়া যায়, যার নাম কুদ্দুস বিশ্বাস।
বাড়ি স্বরুপনগরের হাকিমপুরে। দালাল সহ মোট পাঁচ জনকে স্বরূপনগর থানার পুলিশ হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার জেরে ফের একবার সীমন্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গেল। কিভাবে বাংলাদেশ থেকে তারা এদেশে ঢুকছে পাশাপাশি এই দালালের সঙ্গে আন্তর্জাতিক মানব পাচারের যোগসূত্র আছে কিনা সেটাও তদন্তকারীর একবার দেখে নিতে চাইছে।