Sodepur News: নির্মীয়মান বাড়ির চাঁই ভাঙল পাশের বাড়ি!

গোদরেজ প্রকৃতি নামে এক নির্মীয়মান সংস্থা আবাসন নির্মাণের কাজ চালাচ্ছে। আবাসন নির্মাণের কাজ চলার সময় ঘটলো বড়সর দূর্ঘটনা। নির্মীয়মান আবাসনের পাথরের চাই ভেঙে পড়ল পার্শ্ববর্তী বাড়িতে। বাড়ির এডবাস্টারের চাল ভেঙে ঘরে পড়ল পাথর। ঘটনায় আহত হয়েছে ২ জন। তাদের মধ্যে রয়েছে একজন শিশুও। আহতদের স্থানীয় খড়দহ বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

Sodepur News: নির্মীয়মান বাড়ির চাঁই ভাঙল পাশের বাড়ি!
| Edited By: | Updated on: Dec 01, 2023 | 4:18 PM

সোদপুর সুখচর গির্জা মোর সংলগ্ন এলাকায় গোদরেজ প্রকৃতি নামে এক নির্মীয়মান সংস্থা আবাসন নির্মাণের কাজ চালাচ্ছে। আবাসন নির্মাণের কাজ চলার সময় ঘটলো বড়সর দূর্ঘটনা। নির্মীয়মান আবাসনের পাথরের চাই ভেঙে পড়ল পার্শ্ববর্তী বাড়িতে। বাড়ির এডবাস্টারের চাল ভেঙে ঘরে পড়ল পাথর। ঘটনায় আহত হয়েছে ২ জন। তাদের মধ্যে রয়েছে একজন শিশুও। আহতদের স্থানীয় খড়দহ বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।
নির্মীয়মান সংস্থার কর্তৃপক্ষকে বলা সত্বেও কোনো কাজ করেনি তারা। যথেষ্ট আতঙ্কে রয়েছেন নির্মীয়মান আবাসনের পার্শ্ববর্তী বাড়ির পরিবারের লোকজন। নির্মীয়মান সংস্থার নামে খরদহ থানায় অভিযোগ দায়ের করেছে আতঙ্কিত পরিবার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সোদপুর সুখচর নবীনপল্লী এলাকায়। ঘটনাস্থলে খরদহ থানার পুলিশ। পরিবারের লোকজন নির্মীয়মান আবাসনের কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে সংস্থার তরফ থেকে তাদেরকে হুমকি দেওয়া হয়।

Follow Us: