AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad Death News: ভাইফোঁটার সকালে জোড়া রহস্যমৃত্যু

Murshidabad Death News: ভাইফোঁটার সকালে জোড়া রহস্যমৃত্যু

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Nov 15, 2023 | 2:30 PM

Share

ঘরবন্দী অবস্থায় ঘরের ভিতরে স্বামী-স্ত্রীর জোড়া মৃতদেহ। স্ত্রীর দেহ ঝুলন্ত অবস্থায় এবং স্বামীর দেহ পড়ে রয়েছে ঘরের মেঝেতে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ফরিদপুর কলিকাহারা এলাকায়।

জোড়া মৃত দেহ ঘিরে চাঞ্চল্য , কি দুঃখজনক ঘটনা, ঘরবন্দী অবস্থায় ঘরের ভিতরে স্বামী স্ত্রীর জোড়া মৃতদেহ, স্ত্রীর দেহ ঝুলন্ত অবস্থায় এবং স্বামীর দেহ পড়ে রয়েছে ঘরের মেঝেতে। ওই মৃত দুইজনের নাম আলমগীর সেখ(২৫ ) ও জলি বিবি (২১)।
বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ফরিদপুর কলিকাহারা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে জানালা দরজা বন্ধ করা ঘরের মধ্যে দম্পত্তির মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়, জানাযায় বছর পাঁচেক আগে বিয়ে হয় ওই দম্পতির, ওই পাঁচ বছরের মধ্যে স্বামী-স্ত্রীর সঙ্গে মনমালিন্য কখনোই দেখতে পাননি স্থানীয়রা, আজ হঠাৎ কি ভাবে মৃত্যু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। স্বামী-স্ত্রীর জোড়া দেহ দেখে হতবাক এলাকার মানুষ। তার পরেই খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। খুন নাকি আত্মহত্যা সেটা এখনো স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এবং পুরো বিষয় তদন্ত করছে।

Published on: Nov 15, 2023 02:29 PM