AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পড়ন্ত বিকেলে এক কাপ চা আর... আক্ষেপ Pakistan-এর!

পড়ন্ত বিকেলে এক কাপ চা আর… আক্ষেপ Pakistan-এর!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Nov 10, 2025 | 5:33 PM

Share

Pakistan and Tea: ১ দিনের সফরে আফগানিস্তানে গিয়েছিলেন আইএসআই চিফ ফৈয়াজ। তালিবান সরকারের প্রধান হিসাবে নাম ঘোষণা করা হয় আখুন্দজাদার। তারপরই বিনা নিমন্ত্রণে আখুন্দজাদার সঙ্গে চা খেতে চলে যান তিনি। আর তারপরই শুরু পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সংঘাতের।

এক কাপ চা নিয়ে এখন হাত কামড়াচ্ছে পাকিস্তান। বলা ভাল, এই আক্ষেপ হয়তও কোনও দিনই যাবে না তাদের। কেন? ২০২১ সালের অগস্ট মাসে তালিবান আফগানিস্তান নিজেদের দখলে নিয়ে আসার পরই সে দেশে ছুটে গিয়েছিলেন আইএসআই চিফ ফৈয়াজ।

তালিবানরা তখনও সরকার তৈরি করেনি। সেই সময় তালিবানের একাধিক শীর্ষ নেতার সঙ্গেই বৈঠকও করেন তিনি। ১ দিনের সফর ছিল, যা বাড়িয়ে করা হয় ৮ দিনের। এরপর, তালিবান সরকারের প্রধান হিসাবে নাম ঘোষণা করা হয় আখুন্দজাদার। তারপরই বিনা নিমন্ত্রণে আখুন্দজাদার সঙ্গে চা খেতে চলে যান তিনি। আর তারপরই শুরু পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সংঘাতের।

Published on: Nov 10, 2025 05:30 PM