মুক্তি পেল ৯০-এর দশকের মেলোডি কিং কুমার শানুর নতুন বাংলা গান: ‘এক পলকে তোমায় দেখে’। শহরের এক রেস্তোরাঁয় হয়ে গেল মিউজিক লঞ্চের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন অ্যালবামের পরিচালক অশোক ভদ্র। অনুষ্ঠানে এসে TV9 বাংলার মুখোমুখি গায়ক। কী বললেন নতুন প্রজন্মের গান নিয়ে? দেখে নিন TV9 বাংলায়।