School Case: স্কুলে চুরি প্রায়

School Case: স্কুলে চুরি প্রায়

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 11, 2023 | 5:45 PM

রাতের অন্ধকারে স্কুলের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। খোয়া গিয়েছে নগদ প্রায় ষাট হাজার টাকা সহ বহু গুরুত্বপূর্ণ নথি। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার গোপালনগর বাণীমন্দির হাইস্কুলে।

রাতের অন্ধকারে স্কুলের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। খোয়া গিয়েছে নগদ প্রায় ষাট হাজার টাকা সহ বহু গুরুত্বপূর্ণ নথি। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার গোপালনগর বাণীমন্দির হাইস্কুলে। আজ সকালে স্কুল খোলার সময় দেখা যায় মূল গেটের তালা ভাঙা। এরপর স্কুলের শিক্ষক শিক্ষিকারে এসে দেখতে পান স্টাফরুম ও প্রধান শিক্ষকের ঘরে তাল ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে আলমারি ও লকার ভেঙে নগদ টাকা সহ বিভিন্ন নথি নিয়ে গিয়েছে। এমনকি সিসি ক্যামেরার হার্ডিস্কও খুলে নিয়ে যাওয়া হয়েছে। একটি কম্পিউটার ভাঙচুর করা হয়েছে। সম্প্রতি স্কুলের জন্য একটি মাঠ কেনার পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেজন্য অর্থ সংগ্রহের কাজ চলছিলো। সেই টাকাই রাখা হয়েছিল স্কুলের আলমারির লকারে।