AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tajpur News: তাজপুরে মধুচক্রে খুন?

Tajpur News: তাজপুরে মধুচক্রে খুন?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 11, 2023 | 6:56 PM

Share

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার মান্দারমনি কোস্টাল থানার অধীন চাঁদপুর মৌজায় সৈকত উপকূলে এর ধারে এক অজ্ঞাত পরিচয় যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার মান্দারমনি কোস্টাল থানার অধীন চাঁদপুর মৌজায় সৈকত উপকূলে এর ধারে এক অজ্ঞাত পরিচয় যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন সকালে এলাকাবাসীদের প্রাতঃভ্রমন ও যারা বোতল কুড়াতে আসেন তারাই পাথরের উপরে এই অর্ধনগ্ন মৃত দেহটি দেখতে পান। এলাকাবাসী মান্দারমনি উপকূল থানায় খবর দেয়,খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। এলাকাবাসীরা আরো জানান যে, এই মৃতদেহটি এখানকার নয় কেউ, তাকে বাইরে থেকে এনে ধর্ষণ করে খুন করেছে বলে অনুমান। এই বিষয়ে ডিএসপি রামনগর রথীন বিশ্বাস জানান, আমরা সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছি। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে ইতিমধ্যে। সমগ্ৰ এলাকায় খোঁজ খবর করা হচ্ছে। গত কয়েকদিনে আগে পাশাপাশি থানা এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে নিখোঁজ কোনো অভিযোগ দায়ের হয়েছে কিনা। এমন ও খোঁজ নেওয়া হচ্ছে যে এর পেছনে মধু চক্র কোনো হাত রয়েছে কি না!সিদ্ধান্তে পৌঁছতে ময়না তদন্তের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদিও এ ধরনের ঘটনা রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে । মেরিন ড্রাইভ এলাকায় রাস্তা শুনশান থাকার কারণে এবং সেই সঙ্গে রাস্তার পাশে কোন স্ট্রিট লাইট না থাকার কারণে পর্যটকের সংখ্যা যেমন বাড়ছে তেমনি দুষ্কৃতীদের আনাগোনা। নেই পুলিশের বিশেষ নজরদারি। নেই সিসিটিভি নজরদারির ও। বাড়ছেতাই এ ধরণের অপরাধ বলে স্থানীয় মানুষের দাবি অবিলম্বে এই মেরিন ড্রাইভ এলাকায় অবিলম্বে স্ট্রীট লাইট এবং পুলিশের নজরদারি বাড়ানো হোক বলেও দাবি করেছেন এলাকাবাসি।