Kalna News: শিক্ষকের রহস্য মৃত্যু!

Kalna News: শিক্ষকের রহস্য মৃত্যু!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 11, 2023 | 7:50 PM

তিনদিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার এক শিক্ষকের পচাগলা মৃতদেহ।শিক্ষকের এই রহস্য মৃত্যু সুইসাইড বলে পুলিশের প্রাথমিক ধারনা।সূত্রের দাবি মৃত শিক্ষক বেশ ঋণগ্রস্ত ছিলেন।

তিনদিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার এক শিক্ষকের পচাগলা মৃতদেহ।শিক্ষকের এই রহস্য মৃত্যু সুইসাইড বলে পুলিশের প্রাথমিক ধারনা।সূত্রের দাবি মৃত শিক্ষক বেশ ঋণগ্রস্ত ছিলেন। স্ত্রীর দাবী লাগাতার টাকা চেয়ে সুদ কারবারীদের অকথ্য গালিগালাজ ও হুমকি ফোন আসায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। মৃত শিক্ষকের নাম দয়াল চন্দ্র মালিক। কালনা শহরের কাসারি পাড়ার বাসিন্দা।তিনি পূর্বস্থলীর পারুল ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক ছিলেন।ঘটনায় শিক্ষকের মৃত্যু নিয়ে প্রশ্ন।কালনা থানায় অভিযোগ দায়ের পরিবারের।তদন্তে পুলিশ। মৃত শিক্ষকের পরিবার থেকে জানা গেছে,চলতি মাসের 7 তারিখ সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ তিনি।রাত পর্যন্ত বাড়ি না ফেরাই কালনা থানায় স্বামীর নিখোঁজ থাকার অভিযোগ করেন স্ত্রী সোমা মালিক।গত রবিবার বিকাল নাগাদ কালনা শহরের একটি জলা জায়গা থেকে ওই শিক্ষকের পচাগলা মৃতদেহ উদ্ধার হয়।থানা থেকে খবর পেয়ে স্বামীর মৃতদেহ চিহ্নিত করে স্ত্রী। মৃত শিক্ষকের স্ত্রী সোমা মালিকের অভিযোগ ইদানিং স্বামী ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে তিনি জানতে পারেন।এছাড়াও বাড়ির ফোনে টাকা চেয়ে হুমকি ও গালিগালাজ করত কয়েকজন।যা নিয়ে স্বামী মানসিক অবসাদে ভুগত।মৃত্যুর ঘটনায় এক অভিযুক্তের নামে কালনা থানায় অভিযোগ দায়ের স্ত্রীর।অভিযুক্তর পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।ঘটনার তদন্তে পুলিশ।