AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhangar News: এ  কোন  আরাবুল!

Bhangar News: এ কোন আরাবুল!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 12, 2023 | 2:23 PM

Share

তৃণমূলের দেওয়াল দখল করার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ঘটনাটি ভাঙড়ের মাঝেরহাট গ্রাম অর্থাৎ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর ভাড়া করা বাড়ি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর প্রত্যেকটি রাজনৈতিক দল দেওয়াল দখল করা কর্মসূচি পালন করছে।

আরাবুলের উলোট পুরাণ। যে আরাবুল ভোটের ময়দানে বিতর্কিত মন্তব্য ও ঝামেলার জন্য খবরের শিরোনামে থাকে তিনিই কি না বলছেন, মারপিট করার দরকার নেই! দেওয়াল লিখনকে কেন্দ্র করে সারা ভাঙড়ে যেন কোন অশান্তি না হয়। তৃণমূলের দেওয়াল দখল করার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ঘটনাটি ভাঙড়ের মাঝেরহাট গ্রাম অর্থাৎ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর ভাড়া করা বাড়ি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর প্রত্যেকটি রাজনৈতিক দল দেওয়াল দখল করা কর্মসূচি পালন করছে। এদিন মাঝেরহাট এলাকায় তৃণমূলের ভোট ফর তৃণমূল লেখা দেওয়াল মুছে দিয়ে জোড় করে ভোট ফর আইএসএফ লিখে দেয় আইএসএফের কর্মীরা। এমনটিই অভিযোগ তৃণমূলের। ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা আরাবুল ইসলাম বলেন, আমি খবর পেয়েছে। একটা জায়গায় দেওয়াল লিখে আইএসএফদের যদি শান্তি হয় ওরা করুক। তবে আমাদের ছেলেরা তৈরি আছে। আমি বলেছি মারপিঠ করার দরকার নেয়। গণ্ডগোল হওয়ার সম্ভাবনা ছিলো। আমি বলেছি একটা দেওয়ালকে কেন্দ্র করে সারা ভাঙড়ে যাতে কোন অশান্তি না হয়। আরাবুলের এমন বক্তব্যে হতবাক অনেকেই। যদিও আইএসএফ নেতার তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, ২০২১ সালে যে দেওয়াল আমরা লিখেছিলাম এই দেওয়ালই আমরা পঞ্চায়েত ভোটে লিখবো। বাড়ি মালিকের অনুমতি নিয়েই দেওয়াল লিখছি।