Saltlake City Prayasam: অন্য রকম সিনেমার ১০ বছর
আজ ১০ বছর বাদে ওদের বানানো দশ খানা ছোট ছবির ট্রেইলার নিয়ে হাজির সল্ট লেক প্রয়াসম। এই ছবিতে যারা অভিনয় করেছেন তাঁদের অনেকেই পেশাদার অভিনয় করেন না। ক্যামেরার সামনে অনেকেই প্রথম। তাঁদের নিয়ে কর্মশালা করে তারপর শ্যুট হয়েছে ছবিগুলির। ওঁরা বাইরে গিয়ে চলচ্চিত্র নির্মাণের পেশাদার জগতে কাজ করে এসেছেন।
ওঁরা থাকেন সল্টলেকের আশেপাশে। জীবনের প্রতিকুল পরিস্থিতি ওঁদের রোজনামচায়। ওদের স্পট বয় বা অ্যাসিস্টেন্ট হিসাবে দেখতে অভ্যস্ত ইন্ডাস্ট্রি। কিন্তু ঠিকঠাক তালিম আর পড়াশুনো করালে ওদের থেকেও উঠে আসতে পারে ডিওপি, এডিটর কিংবা ডিরেক্টর। এই বিশ্বাসটা সম্বল করে পথ চলা শুরু করেছিল সল্ট লেকের প্রয়াসম। আর আজ ১০ বছর বাদে ওদের বানানো দশ খানা ছোট ছবির ট্রেইলার নিয়ে হাজির সল্ট লেক প্রয়াসম। এই ছবিতে যারা অভিনয় করেছেন তাঁদের অনেকেই পেশাদার অভিনয় করেন না। ক্যামেরার সামনে অনেকেই প্রথম। তাঁদের নিয়ে কর্মশালা করে তারপর শ্যুট হয়েছে ছবিগুলির। ওঁরা বাইরে গিয়ে চলচ্চিত্র নির্মাণের পেশাদার জগতে কাজ করে এসেছেন। অভিজ্ঞতা সঞ্চয় করে নিজেদের আত্মবিশ্বাস আর প্রত্যয় বাড়িয়েছেন। সিনেমার উপযোগী প্রায় সাড়ে ছ হাজার গল্প রয়েছে প্রয়াসমের কাছে। তার থেকেই নেওয়া হয়েছে এই ১০টি গল্প। আগামী স্বাধীনতা দিবসের আগের দিন ওঁদের মুক্তির ছবি স্বপ্নের উড়ান দেবে সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিউটের প্রেক্ষাগৃহে। তার আগে এখন এডিটিং টেবিলে জোর ব্যস্ততা।