Insect Bite in Malda: বোলতার কামড়ে মৃত্যু!
বোলতার কামড়ে মৃত্যু হল এক কৃষকের আহত হয়েছেন পরিবারের আরো চার সদস্য। চঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির নলদহরী এলাকায়। মৃত ওই কৃষকের নাম খগেন মন্ডল বয়স ৬৫ বছর।
বোলতার কামড়ে মৃত্যু হল এক কৃষকের আহত হয়েছেন পরিবারের আরো চার সদস্য। চঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির নলদহরী এলাকায়। মৃত ওই কৃষকের নাম খগেন মন্ডল বয়স ৬৫ বছর। পরিবারের রয়েছে স্ত্রী এক মেয়ে ও দুই ছেলে।অন্যান্য দিনের মতো আজ সকালেও সে নিজের জমিতে কাজ করতে যায়। জমির পাশেই একটি গাছে বোলতার চাক ছিল। কাজ করতে গিয়েই এক কামড়ে গুরুতর অসুস্থ হন ওই কৃষক। কৃষকের চিৎকার শুনে আশেপাশের অন্যান্য কৃষকেরা ছুটে আছেন এবং পরিবারের সদস্যদের কে খবর দেন। পরিবারের সদস্যরা ওই কৃষককে বাঁচাতে গেলে কৃষকের স্ত্রী চপলা মন্ডল বয়স পঞ্চাশ বছর ছেলে সজল মন্ডল বয়স (২৭)বছর। দুই মেয়ে কোয়েল মন্ডল বয়েস (২২) বছর পায়েল মন্ডল বয়স(২১) বছর। তড়িঘড়ি সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখান থেকে অবস্থার অবনতি হলে খগেন মন্ডল নামে ওই কৃষককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। জরুরী বিভাগের চিকিৎসকেরা ও কৃষককে মৃত বলে ঘোষণা করে। মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এইদিকে আহতরা বর্তমানে চিকিৎসাধীন স্থানীয় হাসপাতালে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কৃষকের পরিবারসহ গোটা এলাকায়।