Goghat News: ৩টে মাছের গাড়িতে পরপর ধাক্কা!

গোঘাটের কামারপুকুর বাইপাস এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিনটি মাছের গাড়িতে ধাক্কা দ্রুতগতির ট্রাকের। ট্রাকটি মেদিনীপুরের দিক থেকে কামারপুকুরে ঢুকছিল। বাইপাস সংলগ্ন সবজি বাজারের মুখে কামারপুকুরে তিনটি মাছের গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে মাছ খালি করছিল। ধাক্কা দেওয়ায় মাছের ২ টি গাড়ি উল্টে যায় ।

Goghat News: ৩টে মাছের গাড়িতে পরপর ধাক্কা!
| Edited By: | Updated on: Sep 28, 2023 | 6:36 PM

গোঘাটের কামারপুকুর বাইপাস এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিনটি মাছের গাড়িতে ধাক্কা দ্রুতগতির ট্রাকের। ট্রাকটি মেদিনীপুরের দিক থেকে কামারপুকুরে ঢুকছিল। বাইপাস সংলগ্ন সবজি বাজারের মুখে কামারপুকুরে তিনটি মাছের গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে মাছ খালি করছিল। ধাক্কা দেওয়ায় মাছের ২ টি গাড়ি উল্টে যায় । ৯ জন গাড়ির নিচে চাপা পড়ে যায়।

স্থানীয়রাই তাদের উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা ১ জনকে মৃত বলে ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। মৃত ব্যক্তির নাম অভিষেক মন্ডল বাড়ি কামারপুকুরে মধুবাটি এলাকায়। তিনজনের আঘাত কম হওয়ায় তাদের কামারপুকুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে। এলাকায় উত্তেজনা থাকায় গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিকে আটক করেছে।

Follow Us: