একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে,যেখানে একটি মেয়ে হঠাৎ চলন্ত মেট্রোতে নাচতে শুরু করল। তারপরে সেই ভিড় মেট্রোতে এমন কিছু ঘটল,যা দেখলে আপনি অবাক হবেন। ভিডিয়োয় দেখা যাচ্ছে,মেট্রোটি যাত্রীতে পরিপূর্ণ। অনেক যাত্রীকে দাঁড়িয়ে যাতায়াত করতে দেখা যাচ্ছে। তাদের মাঝেই দু’জন মেয়ে উপস্থিত রয়েছে। তাদের মধ্যে একজন হঠাৎ নাচতে শুরু করে,আর তার ভিডিয়ো করতে থাকে অন্য় একটি মেয়ে।সেখানে কেউ তাদের নাচের এই ভিডিয়ো রেকর্ড করে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে। তারপর থেকেই ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়ায়। এই ভিডিয়োটি @MajDPSingh নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি ১লাখ ২৮ হাজারেরও বেশি মানুষ দেখেছেন।সেখানে ডিএমআরসি কে ট্য়াগও করা হয়েছে।এক ব্যবহারকারী বলছেন,’এখন এটাই দেখার পালা যে,ডিএমআরসি কোনও পদক্ষেপ নেয় কি-না’।