বর্তমানে এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে,একটি ছোট ছেলে বাড়ি থেকে স্কুলে যাচ্ছে। এ সময় তার চোখ পড়ে একটি কুকুরের ওপর। কুকুরটিকে দেখে খুব ক্ষুধার্ত মনে হচ্ছে। ছেলেটি তা দেখে টিফিন বক্স থেকে বিস্কুট বের করে। তারপর বিস্কুটগুলি কুকুরটিকে খাওয়াতে থাকে। তা দেখে সেখানে অন্য় একটি কুকুর এসে হাজির হয়। কিন্তু কুকুরটি তার কাছে যেতে ভয় পাচ্ছিল। সে কুকুরটিকে কোলে তুলে নিয়ে খাওয়াতে থাকে। দূর থেকে কোনও এক ব্য়ক্তি এই ঘটনাটি ভিডিয়ো করে। এই ভিডিয়োটি নমন রাজপুত নামে একটি অ্যাকাউন্ট শেয়ার করা হয়েছে। অনেকে কমেন্টও করেছেন। কেউ বলেছেন,’ দেখে খুব ভাল লাগল’।